TRENDING:

Murshidabad News: সামশেরগঞ্জে পুলিশি অভিযান, উদ্ধার তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য

Last Updated:

মুর্শিদাবাদ জেলাতে ফের উদ্ধার হল তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে পরিত্যক্ত ঘর থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সামসেরগঞ্জঃ মুর্শিদাবাদ জেলাতে ফের উদ্ধার হল তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে পরিত্যক্ত ঘর থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর সিনেমা হল্ট সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। ইতি মধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়ার্ডের টিমকে। কে বা কারা বোমা গুলো বাজার সংলগ্ন এলাকাতে রেখেছে তার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
advertisement

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বাসুদেবপুর বাজার সংলগ্ন সিনেমা হল্টের পেছনের একটি পরিত্যক্ত ঘরে হানা দেয় পুলিশ। সেখানেই বালতিতে তিনটে তাজা বোমা রাখা ছিল। তারপরেই কার্যত ঘটনাস্থল ঘিরে রেখে বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। সিনেমা হল্ট এবং বাজার সংলগ্ন এলাকায় কারা বালতিতে এই তাজা বোমা গুলো রেখেছে তার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

advertisement

আরও পড়ুনঃ পুকুর থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, উঠছে রহস্যর গন্ধ

বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার রানীনগরে উদ্ধার হয় তাজা বোমা। গত ১২ই সেপ্টেম্বর তিন ব্যাগ ভর্তি সকেটবোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার রাণীনগরে। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রাণীনগর থানার নজরানা এলাকায় তল্লাশি চালায় রাণীনগর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে নজরানা মাঠে পাটের জমি থেকে পরপর তিনটি ব্যাগে তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ সোমবার সকালে।

advertisement

আরও পড়ুনঃ ডোমকলে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র! গ্রেফতার এক

তার আগে মুর্শিদাবাদ জেলার সালারে উদ্ধার হয় তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ উজুনিয়া গ্রামের চামড়াই পুকুর পাড় থেকে ১৫টি তাজা বোমা উদ্ধার করে। তবে সামশেরগঞ্জে ফের তাজা বোমা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সামশেরগঞ্জে পুলিশি অভিযান, উদ্ধার তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল