TRENDING:

Murshidabad News: কাটমানি নিয়ে বিস্ফোরক মন্তব্য, থানার ওসি'কে শোকজ!

Last Updated:

Murshidabad News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, 'শো-কজে'র চিঠি হাতে পাওয়ার পর বড়ঞা থানার ওসি ইতিমধ্যেই একটি উত্তর পুলিশ সুপারকে পাঠিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার ওসির ভিডিও ভাইরাল নিয়ে শোকজ করা হল বড়ঞা থানার ওসি কে। পুলিশ সুপার কে এস রাজকুমার বড়ঞা থানার ওসি সন্দীপ সেনকে তাঁর ওই বক্তব্যের জন্য 'শো কজ' করেছেন বলে সুত্রের খবর। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে কেন ওসি এই ধরনের বিবৃতি দিলেন তা পুলিশ সুপার, ওসির কাছ থেকে জানতে চেয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 'শো-কজে'র চিঠি হাতে পাওয়ার পর বড়ঞা থানার ওসি ইতিমধ্যেই একটি উত্তর পুলিশ সুপারকে পাঠিয়েছেন।
বিতর্কে ওসি
বিতর্কে ওসি
advertisement

জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, বড়ঞা থানার ওসি যে বক্তব্য প্রকাশ্য মঞ্চে রেখেছেন তা পুলিশের মত একটি শৃঙ্খলাপরায়ন বাহিনীতে শৃঙ্খলা ভঙ্গের শামিল। পুলিশ সুপার তাঁর উত্তর খতিয়ে দেখছেন। ওসির জবাবে সন্তুষ্ট না হলে সন্দীপ সেনকে কিছুদিনের মধ্যেই জেলার পুলিশ লাইনে 'ক্লোজ' অথবা 'সাসপেন্ড' করা হতে পারে। তবে গোটা বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনও উত্তর দেননি।

advertisement

আরও পড়ুন: 'বিজেপিতে টিকতে পারেননি, তৃণমূলই ওঁর জায়গা', 'বিহারীবাবুকে' বেনজির আক্রমণ দিলীপের

স্থানীয় তৃণমূল নেতৃত্ব বড়ঞা থানার ওসির শাস্তি দাবি করেছিলেন। কেন মুখ্যমন্ত্রীর দফতরের দিকে আঙুল তুলেছেন বলে প্রশ্ন তোলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে প্রশাসনিক ভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন স্থানীয় নেতৃত্ব।

View More

আরও পড়ুন: এবার স্কুলের নোটিস বোর্ডে বায়োডাটা, শিক্ষকদের জন্য বিরাট নির্দেশ শিক্ষা দফতরের

advertisement

প্রসঙ্গত, মুর্শিদাবাদের বড়ঞা থানার সাহোরা গ্রাম পঞ্চায়েত এলাকার তালবোনা গ্রামে একটি কালীপুজোর উদ্বোধনে গিয়ে প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখার সময় বড়ঞা থানার ওসি সন্দীপ সেন কাটমানির প্রসঙ্গ তুলেছিলেন। যা ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে রাজ্যে রাজনীতিতে।

সেরা ভিডিও

আরও দেখুন
চলছে মাস্টার্স কোর্স, কিন্তু ভবন নেই এখনও! পড়ুয়াদের দাবি স্থায়ী ক্যাম্পাস
আরও দেখুন

তিনি বলেছিলেন, ওই থানার প্রাক্তন ওসি স্থানীয় কন্ট্রাক্টরদের কাছ থেকে রাস্তা নির্মাণ প্রকল্পের ৫ শতাংশ টাকা কাটমানি হিসেবে নিয়েছেন। এর পাশাপাশি আর কারা কত শতাংশ টাকা 'কাটমানি ' পেয়েছেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে ওসি তারও হিসাব দিয়েছিলেন। যা ভিডিও ভাইরাল হতেই শোকজ করা হল বলে মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কাটমানি নিয়ে বিস্ফোরক মন্তব্য, থানার ওসি'কে শোকজ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল