Dilip Ghosh: 'বিজেপিতে টিকতে পারেননি, তৃণমূলই ওঁর জায়গা', 'বিহারীবাবুকে' বেনজির আক্রমণ দিলীপের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: ঝড়খালির বিজেপির মণ্ডল সভাপতিকে ধরে মারধরের ঘটনায় থানায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ হয়েছে।
#খড়গপুর: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ফের আক্রমণ শানালেন তৃণমূলকে। খড়গপুর থেকে তিনি একাধিক বিষয়ে নিশানা করলেন শাসক দলকে। দিলীপ ঘোষের কথায়, ''আসানসোলে তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনার বিরুদ্ধে পোস্টার পড়ার ব্যাপারে বলেন, এটা হওয়ার ছিল। উনি মন্ত্রী থাকতেও বিদেশে ঘুরতেন। সাংসদ থাকতেও তাই। তাকে যারা চয়ন করেছেন বিহারীবাবু বলে, তাদের এটা মেনে নিতে হবে। সেই জন্য উনি ভারতীয় জনতা পার্টিতে টিকতে পারেননি। এখানে খেটে কাজ করে, লোকের সঙ্গে রাজনীতি করতে হয়। যে পার্টিতে গেছেন ওই পার্টিতে অনেক নেতা কর্মী নিখোঁজ আছেন। অনেকে ভেতরে চলে গেছেন। সেই কালচারে ঠিক আছেন। মানুষের ভাবার দরকার আছে।''
এদিকে, ঝড়খালির বিজেপির মণ্ডল সভাপতিকে ধরে মারধরের ঘটনায় থানায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এই ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ''সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের হিংসা চলছে। তৃণমূলে নিজেদের মধ্যে হচ্ছে। যেখানে বিজয়া সম্মিলনী হচ্ছে সেখানে মারামারি হচ্ছে। পার্টি, পার্টির মধ্যে গোষ্ঠী কলহ, বোম বন্দুক গুলি চলছে। মারপিট হচ্ছে। পুলিশ গিয়ে ঠেকাচ্ছে। বাকিদের তো আছেই। আর আমাদের উপরে অত্যাচার লাগাতার চলতেই থাকে। প্রশাসন বলে কিছু নেই। পুলিশ প্রশাসন এখন তৃণমূল সামলাতেই ব্যস্ত। এটা আরও বাড়বে, এদের কোন কন্ট্রোল নেই।''
advertisement
advertisement
আউশগ্রামের মানবাধিকার কর্মী সংগীতা চক্রবর্তীর উপর তৃণমূলের হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ''সব জায়গায় হামলা হচ্ছে, সবার উপরে। যে ওদের কথা শুনবে না, যে ওদের বিরোধিতা করবে, যে ওদের অন্যায়কে তুলে ধরবে, তাদেরকে ওরা মারবে, ভয় দেখাবে। তাই হয়েছে।''
advertisement
চাকরি কাণ্ডে শুভেন্দুর ঘনিষ্ঠ চঞ্চল নন্দীকে জিজ্ঞাসাবাদ বাঁকুড়া পুলিশের। এই ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ''জানি না কী আছে। অনেক জায়গায় এখন সিবিআই অ্যাক্টিভ হয়েছে। ওরা কাউন্টার হিসেবে বিজেপি-র সঙ্গে আছে, এমন লোকদের ডিস্টার্ব করার চেষ্টা করছ, সিআইডি থেকে চিঠি দিয়ে। সত্য মিথ্যা সামনে আসবে। কিছু লোককে হ্যারাসমেন্ট করবেই।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
October 28, 2022 10:24 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: 'বিজেপিতে টিকতে পারেননি, তৃণমূলই ওঁর জায়গা', 'বিহারীবাবুকে' বেনজির আক্রমণ দিলীপের