পঞ্চায়েত নির্বাচনের আগে তড়িঘড়ি কলকাতায় আরএসএস-বঙ্গ বিজেপি বৈঠক

Last Updated:

বঙ্গ বিজেপিকে কি বার্তা দিল সঙ্ঘ? 

পঞ্চায়েত নির্বাচনের আগে তড়িঘড়ি কলকাতায় আরএসএস-বঙ্গ বিজেপি বৈঠক
পঞ্চায়েত নির্বাচনের আগে তড়িঘড়ি কলকাতায় আরএসএস-বঙ্গ বিজেপি বৈঠক
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে আরএসএস। বৃহস্পতিবার রাতে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বাড়িতে এই  বৈঠক হয় বলে সূত্রের খবর।বৈঠকে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্ড, বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সহ ক্ষেত্র প্রচারক জলধর মাহাতো ও বঙ্গ বিজেপির অন্যান্য সাংগঠনিক নেতৃত্বও ছিলেন বলে খবর।
বঙ্গ বিজেপি নেতৃত্বকে সঙ্ঘের তরফ থেকে খুব জরুরি বার্তা দিতেই এই তড়িঘড়ি বৈঠক বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রের খবর, সম্প্রতি প্রয়াগরাজে বৈঠক হয়েছে সঙ্ঘের সর্বভারতীয় নেতৃত্বের। সেই বৈঠকে মোহন ভাগবত যা বলেছেন, তার রাজনৈতিক প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। ভাবগতের বার্তার রাজনৈতিক প্রয়োগের প্রস্তুতি নিতে বার্তা দেওয়া হয়েছে বঙ্গ বিজেপিকে। সঙ্ঘ সূত্রের খবর, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন নিয়ে দেশ জুড়ে সরব হয়েছে আরএসএস। সিএএ রূপায়ণের বিষয়টিকেও সঙ্ঘ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলেও খবর। এই বিষয়গুলি নিয়েই বিজেপি পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজনৈতিক প্রস্তুতি শুরু করুক, চাইছেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সঙ্গ প্রচারকরা। সেই বার্তা দেওয়ার জন্যই এদিন কলকাতায়  বৈঠকে বসেছিল বিজেপি- আরএসএস, এমনটাই বিশেষ সূত্রের খবর।
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত আরএসএসের ভাবধারায় চলা বিজেপি নেতৃত্বের সঙ্গে সঙ্ঘের শীর্ষ নেতৃত্বের এদিনের বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, সম্প্রতি  প্রয়াগরাজে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের চারদিনের শিবিরের সমাপ্তিতে সরসঙ্ঘচালক দত্তত্রেয় হোসবালে আগামী বিভিন্ন কার্যক্রম নিয়ে সূচিত করেন। আরএসএস সূত্রের খবর, তার মধ্যে প্রথমত, দেশের নাগরিকদের প্রয়োজনে জন্মনিয়ন্ত্রণ বিল নিয়ে সমস্ত ক্ষেত্রে সওয়াল করবে সঙ্ঘ। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দেশের হিন্দু জনসংখ্যা কমায় এই আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।
advertisement
দ্বিতীয়ত, দেশের প্রতিটি মন্ডল পিছু একটি করে শাখা চালু করতে বিশেষ উদ্যোগ নেওয়া এবং তৃতীয়ত, ২০২৫ সালে সঙ্ঘের একশো বছর পূর্তি উপলক্ষ্যে সঙ্ঘের প্রচারে দেশজুড়ে বিস্তারক নিয়োগ করার বিষয়টিও উঠে আসে। বৃহস্পতিবার রাতে কলকাতায় আরএসএস এবং বঙ্গ বিজেপির নেতৃত্বের মধ্যে যে বিশেষ বৈঠক হয় সেখানে এ ব্যাপারেও আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত নির্বাচনের আগে তড়িঘড়ি কলকাতায় আরএসএস-বঙ্গ বিজেপি বৈঠক
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement