ভাইফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে শোভন-বৈশাখী, ছিলেন মুকুলও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এ বছর শোভন চট্টোপাধ্যায় ফের চমক দিলেন। তবে কি তিনি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন, যা মনে করছে রাজনৈতিক মহল।
আবীর ঘোষাল, কলকাতা: ভাইফোঁটা নিতেই বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। অপরদিকে, মুকুল রায় তিনি এখনও খাতায়-কলমে বিজেপিতে। তিনিও ফোঁটা নিতে এদিন পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাসভবনে ৷ যদিও, তৃণমূল ভবনে মুকুল রায়ের গলায় উত্তরীয় পরিয়ে দিতে দেখা গিয়েছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কোন দলে রয়েছেন তিনি?
পরবর্তীতে বিধানসভার দু’দফার শুনানির পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে মুকুল রায় কোনও দলবদল করেননি। বিজেপিতেই রয়েছেন। ফলত সবটা মিলিয়েই তাঁকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়। মাঝে অবশ্য তিনি তৃণমূল ভবনে গিয়ে বৈঠক করেন সুব্রত বক্সীর সঙ্গে। এরপর আজ, বৃহস্পতিবার তিনিও ভাই-ফোঁটা নিতে পৌঁছন মুখ্যমন্ত্রীর বাড়িতে। শেষবার মুখ্যমন্ত্রীরকালীঘাটের বাড়িতে জমজমাট ভাইফোঁটা হয়েছিল ২০১৯ সালে। তারপর কোভিডের কারণে গত ২ বছর সেভাবে অনুষ্ঠান হয়নি।
advertisement
advertisement

এই বছর শোভন চট্টোপাধ্যায় ফের চমক দিলেন। তবে কি তিনি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন, যা মনে করছে রাজনৈতিক মহল। কারণ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এরপর এদিনের ছবি! মনে করা হচ্ছে শোভন চট্টোপাধ্যায় পুনরায় তৃণমূলে সক্রিয় হয়ে উঠতে পারেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2022 6:09 PM IST