অভিযোগ, বাপের বাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। মৃত তহিদ মির্জার ছেলে ওসমান মির্জা ও গোলাম মোস্তফা মির্জা তারা হামলা চালায়। এও অভিযোগ কয়েক বছর আগে জাল দলিল তৈরি করা হয়! সেই অভিযোগও উঠেছে ওসমান মির্জা ও গোলাম মোস্তফার বিরুদ্ধে। যা নিয়ে ইতি মধ্যেই কান্দি মহকুমা আদালতের সিভিল জর্জ আদালতে কেস চলছে।
advertisement
আরও পড়ুন: ভুয়ো অফার লেটার! সাড়ে চার লক্ষ টাকার বিনিময়ে সরকারি চাকরি! হুগলিতে ৫ যুবকের পরিণতি ভয়াবহ! জানুন
আর তা নিয়ে বড়ঞা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে গেলে বুধবার তাকে হুমকি দেওয়া হয়, পরে বুধবার বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বড়ঞা থানার পুলিশ। যদিও পুলিশ এলেও ঘটনাস্থল থেকে পলাতক ছিল অভিযুক্তরা। আর তার পরেই এই হামলা চালানো হয় কদর আলি মির্জার ওপর। যদিও ঘটনার সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন । যদিও ঘটনার পর পলাতক অভিযুক্তরা। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
কৌশিক অধিকারী