মুর্শিদাবাদ জেলার বহরমপুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল কলেজের টেকফেস্টে কয়েকজন পড়ুয়া মিলে বানিয়েছেন “লাইফ সেভিং ওয়াচ” বা প্রাণ বাঁচানোর আশ্চর্য ঘড়ি। এই ঘড়ি খুব কম খরচে বানিয়েছেন তাঁরা। এই ঘড়ির বিশেষত্ব, আপনি যদি রাস্তায় বেরিয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, তখন আপনার হাতে থাকা ঘড়িটি থেকে অটোমেটিক এলার্ম বাজবে। সেই ঘড়ি থেকে আপনার বাড়ির লোকের কাছে আপনি অসুস্থ সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। যদিও সবটাই এখন গবেষণা স্তরে রয়েছে। এমন ঘড়ি বাজারে আসলে উপকৃত হবে বহুমানুষ, এমনটাই বলছেন তরুণ গবেষকরা।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনে বাড়ছে ব্যাঘ্র প্রকল্পের এলাকা! মাতলা, রায়দীঘি ও রামগঙ্গা জুড়ছে তালিকায়
আরও পড়ুন:
মুর্শিদাবাদ জেলার বহরমপুর গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং এন্ড টেক্সটাইল কলেজ বহু প্রাচীন। বর্তমানে এই বছর প্রথম অনুষ্ঠিত হচ্ছে টেকফেস্ট। এই বছরের ফেস্টিভ্যালে মোট ১১ টি টিম অংশগ্রহণ করে। এঁদের মধ্যে কেউ বানিয়েছে ওয়েস্টেজ জিনিস থেকে কিভাবে কম খরচে বিদ্যুৎ বানানো যায়। আবার কেউ বানিয়েছে কত কম খরচে ঘরেই নিজের পছন্দের জামা কাপড় ড্রাই করা যায়। আবার কেউ বানিয়ে অটোমেটিক রোড সিগন্যাল। এই টেকফেস্ট ভবিষ্যতে আরও বড় হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। তবে সব থেকে তাক লাগিয়ে চমকে দিয়েছেন লাইভ সেভিং ওয়াচ।
কৌশিক অধিকারী