Sundarban Tiger Reserve : সুন্দরবনে বাড়ছে ব্যাঘ্র প্রকল্পের এলাকা! মাতলা, রায়দীঘি ও রামগঙ্গা জুড়ছে তালিকায়
- Published by:Piya Banerjee
Last Updated:
Sundarban Tiger Reserve : বন বিভাগের অন্তর্গত তিনটি রেঞ্জ যেগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি রয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন করা হবে।
সুন্দরবন: এবার ২৪ পরগনা বন বিভাগের অন্তর্গত তিনটি রেঞ্জ যেগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি রয়েছে সেই তিনটি রেঞ্জকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন করা হবে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেই বন দফতর সূত্রের খবর। সুন্দরবনের বাঘেদের আরও ভালো পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।
সম্প্রতি সারা ভারতের পাশাপাশি সুন্দরবনে বাঘেদের সংখ্যা প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে আগের তুলনায় বেশ কিছু বাঘ সুন্দরবনের জঙ্গলে বেড়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বাঘেদের সংখ্যা বৃদ্ধিতে এবং বাঘেদের সংরক্ষণে যথেষ্ট ভালো কাজ করেছে বিগত কয়েক ধরে। আর সেই কারণেই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প লাগোয়া ২৪ পরগনা বন বিভাগের আওতাধীন যে যে রেঞ্জগুলিতে বাঘেদের উপস্থিতি রয়েছে সেগুলিকেও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন করা হবে বলে আলোচনা চলছে। এ বিষয়ে ইতিমধ্যেই ন্যাশানাল টাইগার কনজারভেশান অথোরিটিকে জানানো হয়েছে, তাঁদের ছাড়পত্র পেলেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
advertisement
আরও পড়ুন: ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জাদুকর! যৌবন থাকবে টান-টান! শুধু জানতে হবে ব্যবহারের সঠিক পদ্ধতি
advertisement
২৪ পরগনা বন বিভাগের মাতলা, রায়দীঘি ও রামগঙ্গা রেঞ্জকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই তিনটি রেঞ্জের ১১০০ বর্গ কিলোমিটার এলাকা এরফলে নতুন করে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। এই এলাকায় আনুমানিক ৩০ টির মতো বাঘ রয়েছে। অন্যদিকে, বর্তমানে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের মধ্যে ন্যাশানাল পার্ক ইষ্ট, ন্যাশানাল পার্ক ওয়েস্ট, সজনেখালি ও বসিরহাট রেঞ্জের ২৫০০ বর্গ কিলোমিটার এলাকা রয়েছে। নতুন এই সংযুক্তিকরণের ফলে ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন প্রায় সাড়ে তিন হাজার বর্গ কিলোমিটার এলাকা যেখানে বাঘেদের বিচরণ ভূমি তা একটাই প্রশাসনিক ছাতার তলায় আসবে। এরফলে বাঘ সংরক্ষণ সহ যাবতীয় কাজে অনেক বেশি সুবিধা হবে বলেই দাবি বন কর্তাদের।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 4:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarban Tiger Reserve : সুন্দরবনে বাড়ছে ব্যাঘ্র প্রকল্পের এলাকা! মাতলা, রায়দীঘি ও রামগঙ্গা জুড়ছে তালিকায়