TRENDING:

Murshidabad News: বাড়ির দরজায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন প্রাথমিক শিক্ষক! আতঙ্ক এলাকায়! রহস্য দানা বাঁধছে!

Last Updated:

Murshidabad News: নিজের বাড়িতেই ঝুলছে প্রাথমিক স্কুল শিক্ষকের দেহ! গলায় ফাঁস! কী হয়েছিল তাঁর সঙ্গে? ভয়াবহ ঘটনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কান্দি: দুরারোগ্য শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন উদয়চাঁদপুরের প্রাথমিক শিক্ষক ।পুলিশ জানিয়েছে মৃতের নাম নওসাদ সেখ বয়স ৪৪বছর। মুর্শিদাবাদের  কান্দি থানার অন্তর্গত জীবন্তি উদয়চাঁদপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক ছিলেননওসাদ সেখ। বুধবার সকালে শিক্ষককে বাড়ির দুয়ারে ঝুলন্ত অবস্থায় প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন, কান্দি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে 
শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে 
advertisement

মৃত্যু নওসাদ সেখের বাড়ি জীবন্তি উদয়চাঁদপুরের ধলা গ্রাম। পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছু বছর আগে দুরারোগ্য কারণে শারীরিক ভাবে অনেকটাই অক্ষম হয়ে পড়েছিল, তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। বাড়িতে সে একাই থাকতেন, মাঝে মধ্যেই বোনেরা শ্বশুর বাড়ি থেকে এসে সহযোগিতা করতেন।

আরও পড়ুন: হাইস্কুলে মাত্র একজন শিক্ষক! পড়ানো থেকে স্কুলের দরজা খোলা সব কিছু একা হাতে সামলান শিক্ষক!

advertisement

পরিবারের আরও দাবি, গত দুদিন থেকেই মাঝে মধ্যেই রেগে যাচ্ছিলেন, বিরক্ত বোধ করছিলেন কিন্তু এইভাবে চলে যাবেন ভাবতেই পারছি না।

View More

উল্লেখ্য বছর খানেক আগে মৃত নওসাদ সেখের মায়ের মৃত্যুর পর অনেকটা মানসিক অবসাদ বোধ করতেন। এমনিতেই দুরারোগ্য ব্যাধি তার উপর মায়ের মৃত্যুতে একাকীত্ব। এই দুই ঘটনার জেরেই কী আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো ঘটনা রয়েছে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। বুধবার দুপুরে কান্দি থানার পুলিশ দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে ।ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

 কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বাড়ির দরজায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন প্রাথমিক শিক্ষক! আতঙ্ক এলাকায়! রহস্য দানা বাঁধছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল