জানা গিয়েছে, সোমবার বিকালে ফরাক্কা ব্যারেজের ১০৯ নম্বর গেটের সামনে হঠাৎই আগুন ধরে যায় চলন্ত গাড়িতে। ঘটনাস্থলে থাকা কর্মরত সিআইএসএফ গাড়িতে আগুন দেখতে পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ঘটনার জেরে ফরাক্কা ব্যারেজের উপর যানজটের সৃষ্টি হয় বেশ কিছুক্ষণ। সূত্রের খবর ফরাক্কা ব্যারেজের উপরে একটি ছোট গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। চালক গাড়িতে আগুন দেখে গাড়ি থেকে নেমে পরেন।
advertisement
আরও পড়ুন: চোরকে হাতেনাতে ধরে 'জামাই আদর', কারণ জানলে চমকে যাবেন! জলপাইগুড়িতে অবাক কাণ্ড
আরও পড়ুন: ১২৮ ঘণ্টা পর ধ্বংস্তূপের নীচে থেকে উদ্ধার, স্নান করে প্রাণ ভরে খাবার খেল ছোট্ট প্রাণ! ভাইরাল ভিডিও
ঘটনাস্থলে ফরাক্কা ব্যারেজের সিআইএসএফের আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। সিআইএসএফের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসন। কী ভাবে আগুন লাগে, তার তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় এলাকায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দাউ দাউ করে গাড়িতে আগুন দেখতে ভিড় করেন অনেকে।
কৌশিক অধিকারী