Jalpaiguri News: চোরকে হাতেনাতে ধরে 'জামাই আদর', কারণ জানলে চমকে যাবেন! জলপাইগুড়িতে অবাক কাণ্ড
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Jalpaiguri News: রোজদিনের মতো আজও দোকান খুলেছিলেন জলপাইগুড়ির বেগুন্টারি মোড় লাগোয়া এক কাপড় ব্যবসায়ী। দোকান খোলার পরই আজব কাণ্ড।
জলপাইগুড়ি: রোজদিনের মতো আজও দোকান খুলেছিলেন জলপাইগুড়ির এক কাপড় ব্যবসায়ী। দোকান খুলে রেখেই কিছুক্ষণের জন্য পাশের দোকানে চা খেতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে দোকানে ঢোকার পর তাঁর টাকার বাক্সর দিকে নজর পড়তেই খানিকটা সন্দেহ হয়। আর ঠিক সেই সময়ই তার পাশ দিয়ে আচমকাই একটি বাচ্চা বেরিয়ে আসে। দেখলে বোঝাই যায় বয়স একদমই কম। আনুমানিক ১০ বা ১২ বছর বয়স হবে।
আর এরপরেই ঘটে সেই ঘটনা! ব্যবসায়ী ব্যক্তিটি নিজের মনেই তাঁর টাকার বাক্স খুলে দেখেন সমস্ত টাকা উধাও। তৎক্ষণাৎ বাচ্চাটিকে ডাকতে সে কাছে না এসে দৌড়ে দূরে পালানোর চেষ্টা করে। আশপাশের দোকানদারেরা সবাই একত্রিত হয়ে সেই বাচ্চাটিকে দূর থেকে ধরে নিয়ে আসে।
আরও পড়ুন: ১২৮ ঘণ্টা পর ধ্বংস্তূপের নীচে থেকে উদ্ধার, স্নান করে প্রাণ ভরে খাবার খেল ছোট্ট প্রাণ! ভাইরাল ভিডিও
তারপর তাকে জিজ্ঞাসাবাদ করলে ভয় পেয়ে যায় সে। প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে কাঁদতে কাঁদতে বলে তার দাদারা এখানে এইসব কাজ করার জন্য নিয়ে এসেছে। তার জামার ভেতর থেকে বেশ কয়েকটি ১০, ২০ টাকার নোট পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রচন্ড গতিতে হাসপাতালের সামনে গাড়ি দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ডাক্তারি পড়ুয়ার
এই বিষয়ে সেখানকার স্থায়ী দোকানদার রাজেশ্বর দাস জানান, 'এই বাচ্চাটার এখন পড়াশোনা করার বয়স। কিন্তু প্রতিকূল পরিস্থিতির চাপে পড়ে এইসব বাজে কাজের মধ্যে জড়িয়ে গিয়েছে। আমরা তাকে কিছুক্ষণ বসিয়ে খাবার খাইয়ে ছেড়ে দিই। হাজার হোক ছোট শিশু। ভুল করে ফেলেছে নিজের অজান্তেই। ওকে বোঝানো হয়েছে।'
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 6:09 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: চোরকে হাতেনাতে ধরে 'জামাই আদর', কারণ জানলে চমকে যাবেন! জলপাইগুড়িতে অবাক কাণ্ড