প্রথম প্রথম তিনজন চিকিৎসক সহকারি চিকিৎসক নার্স অ্যাম্বুলেন্স সব কিছুই পরিষেবা মিলত এই হাসপাতাল থেকে। পরে সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসকের সংখ্যা কমে আসলেও চিকিৎসা ব্যবস্থা চলত অন্যভাবে। কিন্তু বিগত প্রায় সাত বছর ধরে রেডক্রসের কোষাগার খালি হয়ে যাওয়ায়, কার্যত একটু একটু করে বর্তমানে ভগ্নদশায় পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে মুর্শিদাবাদ বীরভূম লাগোয়া ঝিলেরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি।
advertisement
আরও পড়ুন:
ফলে ভবন থাকলেও নেই আর স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো। বর্তমানে ওই এলাকার প্রায় কুড়িটি গ্রামের মানুষ যারা এখনও আশাহত। হয়ত, কোনও দিন আবারও খুলবে। যদিও বন্ধই থেকে গেছে স্বাস্থ্য কেন্দ্রের গেট। এখন দেখার বিষয় সরকার ও প্রশাসন কবে করে স্বাস্থ্য কেন্দ্রের দিকে দৃষ্টি আকর্ষণ করে কিনা। যদিও মহকুমা রেডক্রস সমিতির সম্পাদক নবকুমার মুখার্জি জানান, মুর্শিদাবাদ জেলাতে রেডক্রসের কোনও কমিটি না থাকার কারণে আমরা রক্ষনা বেক্ষন করে উঠতে পারছি না। সময় সময় গ্রামে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আগামী দিনে যাতে এই স্বাস্থ্য কেন্দ্র টি পুনরায় চালু হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
কৌশিক অধিকারী