পাকা ধান নষ্টের পাশাপাশি ক্ষতি হয়েছে কাচা ধানেরও। কমবেশি এক বিঘা ধান চাষ করতে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে, খরচ করা টাকা উঠে আসবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাট চাষিরাও।
আরও পড়ুন: জল কেড়ে নিল জীবন! টিউবওয়েল নিয়ে মুর্শিদাবাদে যা ঘটল, কখনও কোথাও হয়ত ঘটেনি!
advertisement
কৃষকরা বলেন, "পাঁচ সাড়ে পাঁচ হাজার বিঘে জমির ধান নষ্ট হয়েছে। সারা বছর আমাদের এই ধানের দিকে নজর থাকে, গরিব মানুষদের দুর্ভোগের শেষ থাকলো না। ইতিমধ্যেই ঘটনাগুলি প্রধান এবং সরকারি প্রতিনিধিদের জানানো হয়েছে।"
ক্ষতিগ্রস্থ কৃষক আজিমুদ্দিন শেখ বলেন, '' এইরকম শিলাবৃষ্টি আমি আগে কখনও দেখিনি। জমির সব ফসল নষ্ট করে দিল। ধার দেনা করে চাষ করেছিলাম। কী করে ঋণ শোধ করব বুঝতে পারছি না। আমরা চাই সরকার সাহায্য করুক।''
আরও পড়ুন: শিলাবৃষ্টির তাণ্ডবে বেনজির বিপদ! ঋণ নিয়ে চাষ করে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা
আর এক ক্ষতিগ্রস্থ কৃষক মহম্মদ আরফাজুল শেখ বলেন, '' পাকা ধান তোলার ঠিক আগেই সব ধান শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেল। যেটুকু ধান পড়ে আছে তা ঝাড়াই করতেই অনেক খরচ পড়ে যাবে। এই অবস্থায় সরকার আমাদের পাশে না দাঁড়ালে খুব সমস্যায় পড়ব।''
কান্দি মহকুমার কৃষি আধিকারিক পরেশনাথ বল বলেন, '' শিলাবৃষ্টিতে সব ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সমস্ত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।''
কান্দি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, '' ক্ষতিগ্রস্থ কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা যাতে ন্যায্য ক্ষতিপূরণ পান, সেই ব্যবস্থা করা হবে।''
কৌশিক অধিকারী