TRENDING:

Murshidabad News: শিলাবৃষ্টিতে হাজার হাজার বিঘের ধান নষ্ট! মাথায় আকাশ ভেঙে পড়ল কৃষকদের

Last Updated:

মুর্শিদাবাদ জেলার কান্দিতে শিলাবৃষ্টির কারণে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দিতে শিলাবৃষ্টির কারণে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কান্দি ব্লকের গোকর্ণ দুই গ্রাম পঞ্চায়েতের পাতেন্ডা এলাকায় শিলাবৃষ্টিতে ধানের ব্যপক ক্ষতি হয়েছে। বিপদে পড়েছেন কয়েক হাজার চাষিরা। কালবৈশাখীর প্রভাবে গত দুই দিন ধরে শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কয়েক হাজার বিঘা ধান নষ্ট হয়েছে।
advertisement

পাকা ধান নষ্টের পাশাপাশি ক্ষতি হয়েছে কাচা ধানেরও। কমবেশি এক বিঘা ধান চাষ করতে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে, খরচ করা টাকা উঠে আসবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাট চাষিরাও।

আরও পড়ুন: জল কেড়ে নিল জীবন! টিউবওয়েল নিয়ে মুর্শিদাবাদে যা ঘটল, কখনও কোথাও হয়ত ঘটেনি!

advertisement

কৃষকরা বলেন, "পাঁচ সাড়ে পাঁচ হাজার বিঘে জমির ধান নষ্ট হয়েছে। সারা বছর আমাদের এই ধানের দিকে নজর থাকে, গরিব মানুষদের দুর্ভোগের শেষ থাকলো না। ইতিমধ্যেই ঘটনাগুলি প্রধান এবং সরকারি প্রতিনিধিদের জানানো হয়েছে।"

View More

ক্ষতিগ্রস্থ  কৃষক আজিমুদ্দিন শেখ বলেন, '' এইরকম শিলাবৃষ্টি আমি আগে কখনও দেখিনি। জমির সব ফসল নষ্ট করে দিল। ধার দেনা করে চাষ করেছিলাম। কী করে ঋণ শোধ করব বুঝতে পারছি না। আমরা চাই সরকার সাহায্য করুক।''

advertisement

আরও পড়ুন: শিলাবৃষ্টির তাণ্ডবে বেনজির বিপদ! ঋণ নিয়ে চাষ করে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা

আর এক ক্ষতিগ্রস্থ  কৃষক মহম্মদ আরফাজুল শেখ বলেন, '' পাকা ধান তোলার ঠিক আগেই সব ধান শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেল। যেটুকু ধান পড়ে আছে তা ঝাড়াই করতেই অনেক খরচ পড়ে যাবে। এই অবস্থায় সরকার আমাদের পাশে না দাঁড়ালে খুব সমস্যায় পড়ব।''

advertisement

কান্দি মহকুমার কৃষি আধিকারিক পরেশনাথ বল বলেন, '' শিলাবৃষ্টিতে সব ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সমস্ত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।''

কান্দি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, '' ক্ষতিগ্রস্থ  কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্থ  কৃষকরা যাতে ন্যায্য ক্ষতিপূরণ পান, সেই ব্যবস্থা করা হবে।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: শিলাবৃষ্টিতে হাজার হাজার বিঘের ধান নষ্ট! মাথায় আকাশ ভেঙে পড়ল কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল