বুধবার দুপুরে কান্দি ব্লকের পাশে মাইনোরিটি ভবনের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পাওয়ার টিলার তুলে দেওয়া হল চাষীদের হাতে । পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি পাওয়ার টিলারে ৮৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ায়, প্রায় অর্ধেক মূল্যে এই কৃষি যন্ত্র হাতে পেল কৃষকরা।
আরও পড়ুন- আবারও সাগরদিঘি, বাম-কংগ্রেস জোটের সামনে ফের ধরাশায়ী তৃণমূল
advertisement
আনুষ্ঠানিকভাবে ভাবে কৃষি পাওয়ার টিলার কৃষকদের হাতে তুলে দিতে উপস্থিত হয়েছিলেন কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলী রাজবংশী, কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি মহকুমা কৃষি দফতরের আধিকারিক পরেশ নাথ বল, কান্দি ব্লক কৃষি দফতরের আধিকারিক ডঃ ব্রজগোপাল মন্ডল।
আরও পড়ুন- গভীর রাতে বিকট আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসেন সবাই, এরপরই এল এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি!
বুধবার দুপুরে সরকারি সহায়তায় পাওয়ার টিলার হাতে পেয়ে মুখে চওড়া হাসি তাদের। কান্দি মহকুমা কৃষি অধিকারীক জানান এই পাওয়ার টিলার আজকে ৬০ দেওয়া হয়েছে। এই পাওয়ার টিলার পেতে গেলে 'মাটির কথা' বলে সরকারি একটি পোর্টাল রয়েছে। অক্টোবর-নভেম্বর মাসে যদি অ্যাপ থেকে অনলাইনে আবেদন করতে হবে। পাওয়ার টিলার পাওয়ার ক্ষেত্রে যেটি বিশেষ উল্লেখ্য ১০০ একর জমির মালিকানা তার থাকতে হবে।
সেইসব মালিকদের ভোটের কার্ড, জমির কাগজ, অনলাইনে আবেদনের কাগজ সমস্ত কিছু এই অফিসে তিন কপি করে জমা করতে হবে। বিল পাঠানোর একমাসের মধ্যে ওই কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তারপরেই পাওয়ার টিলার নিয়ে নিজের জমিতে কাজ করতে পারবেন চাষিরা। একসঙ্গে ৬০ জন কৃষককের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হল এই পাওয়ার টিলার।
কৌশিক অধিকারী