TRENDING:

Murshidabad News: ক্ষতবিক্ষত দেহ, ভাসছে রক্ত! ভয়ানক কাণ্ড কান্দিতে

Last Updated:

Murshidabad News: সোমবার সকালে মুনিগ্রামের কাছে একটি কালভাটের কাছ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁর দেহ দেখতে পান গ্রামের বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সোমবার সাতসকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত মুনিগ্রাম এলাকায় উদ্ধার এক ব্যক্তির দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মীনারুল সেখ। এলাকায় চাষাবাদের কাজ করতেন তিনি। সোমবার সকালে মুনিগ্রামের কাছে একটি কালভাটের কাছ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁর দেহ দেখতে পান গ্রামের বাসিন্দারা।
advertisement

পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে নিয়ে আসে দেহ। পরিবারের অভিযোগ, মৃতের গলায় ও ঘাড়ে আঘাত করা হয়েছে। এই ঘটনার পিছনে খুনের অভিযোগ করছেন মৃতের পরিবারের সদস্যরা। তবে কী কারণে, এই খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

advertisement

ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় মিনারুল শেখের বাইক। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দৈনন্দিনের মতো রবিবার সন্ধ্যায় বেরিয়েছিলেন। পরিবারের বাকি সদস্যরা ভেবেছিলেন হয়তো মিনারুল রাতের মধ্যে বাড়ি ফিরে আসবেন। কিন্তু রাতভর আর বাড়ি ফিরে আসেনি। সোমবার সাত সকালেই আমরা খবর পায় কালভাটের কাছে দেহ পরে আছে।

View More

এই খুনের পিছনে প্রকৃত কারণ কী, তার সঠিক তদন্তের দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। জানা গিয়েছে,পেশায় মিনারুল শেখ চাষী ছিলেন এলাকায়।

advertisement

আরও পড়ুন, উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

আরও পড়ুন, ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত

তবে কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। তবে কে বা কারা এই খুনে জড়িত, তাও এখনও বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ক্ষতবিক্ষত দেহ, ভাসছে রক্ত! ভয়ানক কাণ্ড কান্দিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল