TRENDING:

Murshidabad News: গত ৫ বছরে কতটা কাজ করেছে বালিয়া গ্রাম পঞ্চায়েত, ভোটের আগে দেখুন ভিডিও

Last Updated:

Murshidabad News: গত পাঁচ বছরে কতটা উন্নয়ন করেছে, কি কাজ করেছে। আর কি করেনি। পানীয় জল থেকে রাস্তাঘাট কতটা হয়েছে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতে আজকে তুলে ধরব এই পঞ্চায়েতের হাল হকিকত। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের। আগামী ৮ই জুলাই পঞ্চায়েতের গনতান্ত্রিক উৎসব অনুষ্ঠিত হবে। গত পাঁচ বছরে কতটা উন্নয়ন করেছে, কি কাজ করেছে। আর কি করেনি। পানীয় জল থেকে রাস্তাঘাট কতটা হয়েছে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতে আজকে তুলে ধরব এই পঞ্চায়েতের হাল হকিকত।
advertisement

একদা তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের মোট সংসদ- ১৩টি। ২০১৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২টি আসন দখল করে তবে ১টি আসনে ভোট হয় এবং সেখানে জয়ী হয় তৃণমূলের প্রার্থী গোকুল ঘোষ পরে প্রধান নির্বাচিত হন গোকুল ঘোষ । বালিয়া গ্রাম পঞ্চায়েত মুলত চাষী ভিত্তিক এলাকা। এই পঞ্চায়েতে ওবিসি (এ) ৩৪%,ওবিবি (বি) ১৩%, অন্যান্য ২৭%, এসসি ২৩%, এসটি ১.৫%, মোট জনসংখ্যাঃ ১৯,৭৮১। পুরুষ ভোটারঃ ৯৩২৬, মহিলা ভোটারঃ ৮৪৮১। কেমন আছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত বালিয়া গ্রাম পঞ্চায়েত। দেখাব আজকে আপনাদের ।

advertisement

আরও পডুন-পঞ্চায়েত ঘোষণা হতেই নন্দীগ্রামে এ কী কাণ্ড! বিস্ফোরক অভিযোগ বিজেপির

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই এ কী দাবি করলেন দিলীপ ঘোষ! দেখুন ভিডিও 

View More

বালিয়া গ্রাম পঞ্চায়েতে অনেকটাই উন্নয়নের কাজ করতে সক্ষম হয়েছে। যদিও গ্রামে গ্রামীন এলাকায় গত পাঁচ বছরে ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে, জেলা পরিষদের অধীনে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাস্তা তৈরি করা হয়েছে। গ্রামের মানুষের কথা মাথায় রেখে পানীয় জলের উপরও জোর দেওয়া হয়েছে। তৈরি হচ্ছে জলস্বপ্ন প্রকল্পের অধীনে দুটি পানীয় জলের ট্যাঙ্ক। পাশাপাশি আদিবাসী অধ্যুষিত এলাকায় মডেল গ্রাম হিসেবেই কাজ করা হয়েছে, তৈরি করা হয়েছে বাড়ি ও পানীয় জলের ব্যবস্থা। যদিও জল নিকাশীর নর্দমা নির্মাণ করা হলেও তা ঠিক মতো সাফাই হয়না বলেই অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারা ।

advertisement

তবে পথবাতি লাগানো হয়েছে অধিক পরিমাণে। যদিও গ্রামের অধিকাংশ মানুষের দাবি এখনও গ্রামে পানীয় জলের তীব্র সমস্যা রয়েছে, সমস্যা রয়েছে নিকাশি নালার। মুলত মুর্শিদাবাদ জেলার ২৫টি ব্লক মূলত আর্সেনিক প্রবন এলাকায় হিসেবে চিহ্নিত। তবে পঞ্চায়েতে ১০এর মধ্যে সাড়ে সাত থেকে আট দেওয়া হয়েছে। সেই নিয়ে পঞ্চায়েত প্রধান জানান, জনগনের চাহিদা অনেক, তবে এখনও অনেক চাহিদা অনেকটা পূরণ করা সম্ভব হয়নি। তবে আমরা অনেকটা কাজ করতে সক্ষম হয়েছি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: গত ৫ বছরে কতটা কাজ করেছে বালিয়া গ্রাম পঞ্চায়েত, ভোটের আগে দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল