গুরুতর আহত অবস্থায় চারজন ফরাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহত সামিদুল সেখের অভিযোগ, লুটু সেখকে ৮ হাজার টাকা ঋন দেওয়া হয়েছিল। সেই টাকা আজকে যখন চাওয়া হয়, তখন লুটু সেখ তাকে বলে যখন হবে তখন টাকা দেব। তারপর তাদের মধ্যে গন্ডগোল বাঁধে। এরপর লুটু সেখ ও তার সঙ্গে কয়েকজন সঙ্গী মিলে তিনটি বোমা হামলা করা হয় বলে অভিযোগ, পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: ভারতের মধ্যে সবচেয়ে আস্তে চলে এই যাত্রীবাহী ট্রেনটি, গতিবেগ শুনলে হাসি পাবে! নাম শুনলে চমকেও উঠবেন
বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন সামিদুল সেখ, হোসেন আলি, রনি সেখ ও মাসুম সেখ। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় চারজনকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
আরও পড়ুন: মধ্য রাতে এ কী শুরু হল এলাকায়, দরজা-জানলা বন্ধ করে ভয়ে কাঁপল এলাকাবাসী
যদিও ঘটনার পর থমথমে এলাকা। আগামী সোমবার সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচন ।আর উপ নির্বাচনের আগেই শুধু মাত্র ঋনের টাকা চাওয়াকে কেন্দ্র করে এই বোমাবাজির ঘটনায় উত্তপ্ত জেলা। যদিও কোথা থেকে এই বোমা নিয়ে আসা হয়েছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে ।
---কৌশিক অধিকারী