Bangla News: মধ্য রাতে এ কী শুরু হল এলাকায়, দরজা-জানলা বন্ধ করে ভয়ে কাঁপল এলাকাবাসী
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: ঘটনার পর থেকে গুলিবিদ্ধ যুবকের ও সঙ্গীদের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।
খড়দহ: রহড়া থানার অন্তর্গত খড়দহ পৌরসভার এক নম্বর ওয়ার্ড জি সি রোড এলাকায় দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ ঘটে, এলাকার যুবক শেখ ববি কে গুলি করতে আসে দুষ্কৃতীরা।গুলি করার সময় নিজের পিস্তল এর গুলি লক্ষ ভ্রষ্ট হয়ে নিজেদের গ্রুপের শেখ ইউসুফের পায়ে গুলি লাগে।এলাকা ছেড়ে পালায়।
ঘটনার পর থেকে গুলিবিদ্ধ যুবকের ও সঙ্গীদের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জিসি রোড এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহড়া থানা ও টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: চেনাবের কলকাতা যোগ, বিশ্বের উচ্চতম রেলসেতুতে রেলের লাইন পাতার কাজ শুরু! তৈরি হচ্ছে ইতিহাস
advertisement
advertisement
কী কারণে এই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ তা খতিয়ে দেখছে বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ,ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ,এলাকায় দোষীদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। ব্যারাকপুর মহকুমায় টিটাগড়, জগদ্দল ভাটপাড়ার বিভিন্ন এলাকায় মাঝে মাঝেই চলছে গুলি বোমা।
আরও পড়ুন: ভারতের মধ্যে সবচেয়ে আস্তে চলে এই যাত্রীবাহী ট্রেনটি, গতিবেগ শুনলে হাসি পাবে! নাম শুনলে চমকেও উঠবেন
advertisement
ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ মাঝেমধ্যেই তল্লাশি চালিয়ে উদ্ধার করছে বেশ কিছু বোমা আগ্নেয়াস্ত্র। ব্যারাকপুর কমিশনারেট দুষ্কৃতীদের দৌরাত্ম ঠেকাত বাড়িয়েছে বেশ কয়েকটি থানা। জায়গায় জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং। অতিষ্ঠ এলাকার মানুষ। তাদের কথায় ক্রিমিনালরা জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় এসে তাদের দখলদারি নিতে গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে।
অরুণ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 12:38 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangla News: মধ্য রাতে এ কী শুরু হল এলাকায়, দরজা-জানলা বন্ধ করে ভয়ে কাঁপল এলাকাবাসী