স্থানীয় সুত্রে জানা গিয়েছে, হরিহরপাড়ায় মেয়ারবাগান এলাকার বাসিন্দা রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান রওশনারা বিবির বাড়িতে শুক্রবার গভীর রাত্রে দুষ্কৃতীরা হামলা চালায়। ছোড়া হয় বোমা। ওই পঞ্চায়েত প্রধানের স্বামী জয়নাল আবেদিন হরিহরপাড়া ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ও প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি। রাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রৌশনরা বলেন, তৃণমূল নেতৃত্ব ও নেতাদের জানানো হয়েছে। হরিহরপাড়া থানাতেও জানানো হয়েছে। আমার স্বামীকে মারার জন্যই হামলা চালানো হয়েছিল, আমরা এই ঘটনার তদন্ত চাইছি।
advertisement
বোমা হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রধানের ছেলে আবু হেনা জানান, বাড়িতে লাগানো রয়েছে সিসিটিভি কিন্তু রাতে সেই সিসিটিভি বন্ধ ছিল। সিসিটিভি বন্ধ থাকার সুযোগেই কী এই হামলা তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিন বোমা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। যদিও বোমা হামলার পরই পালিয়ে যায় দুষ্কৃতিরা। কী কারণে বাড়িতে বোমা হামলা বুঝে উঠতে পারছেন না পঞ্চায়েত প্রধান ও তাঁর পরিবার । পঞ্চায়েত নির্বাচনের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নওদায় পঞ্চায়েত প্রধানের স্বামী খুনের পরপরই হরিহরপাড়ায় আরও এক প্রধানের বাড়িতে হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রাও।
কৌশিক অধিকারী