জানা যায়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেড়ানোর সময়েই গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে সাকিল। রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেণ। দৌলতাবাদের ধনাইপুর বাড়িতে সাকিলের মৃত্যু সংবাদ আসতেই কান্নায় ভেঙে পড়ে বাবা মা পরিবার পরিজনেরা। সোমবার সকাল থেকেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ছেলের মৃত্যুর খবর বাড়িতে আসতেই দুর্ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের কে গ্রেফতারের দাবি করেছেন পাশাপাশি ইনসাফ চাই বলে দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুন - Joka Taratala Metro: জমজমাট জোকা-তারাতলা মেট্রো! প্রথমদিনের ১২ ট্রিপে রোজগার দারুণ
প্রথম থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র সাকিল। বাবা আবদুর সামাদ চাষবাদ করে অভাবের সংসারে অত্যন্ত কষ্টে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। স্বপ্ন ছিল পড়াশোনা করে ছেলে চাকরি করে সংসারের হাল ধরবে। কিন্তু একটি মাত্র ফোনেই ছেলের মৃত্যু সংবাদ পেতেই সবকিছু উলোটপালট হয়ে যায় সাকিলের পরিবারের। কান্নায় ভেঙে পরেন বাবা মা পরিবারের সকলেই। সাকিলকে শেষবারের মত দেখতে অধীর অপেক্ষায় পরিবার প্রতিবেশীরা। তবে সোমবার সন্ধ্যা থেকেই কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান ছাত্র ও ছাত্রীরা। অন্যদিকে দুর্ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি করেছেন মৃত ছাত্রের পরিবার।
Kaushik Adhikary