TRENDING:

Murshidabad News: মাত্র ৮০০ টাকা নিয়ে পাচার করছিল কোটি কোটি টাকার সোনা, তুলকালাম

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদে হাত বদলের আগেই কোটি কোটি টাকার সোনা উদ্ধার করল বিএসএফ,পাকড়াও এক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ:  আবারও বড় ধরণের সাফল্য পেল বিএসএফের ১১৫ নং ব্যাটিলিয়ানের জওয়ানরা, বাংলাদেশ থেকে নিয়ে এসে মুর্শিদাবাদে হাত বদলের আগেই রঘুনাথগঞ্জের বইরাঘাট ক্যাম্পের বিএসএফ ১৫টি সোনার বাট উদ্ধার করল, যার ওজন ১৮৩১ গ্রাম। যার অনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।
রঘুনাথগঞ্জের বইরাঘাট ক্যাম্পের বিএসএফ ১৫টি সোনার বাট উদ্ধার করল, যার ওজন ১৮৩১ গ্রাম
রঘুনাথগঞ্জের বইরাঘাট ক্যাম্পের বিএসএফ ১৫টি সোনার বাট উদ্ধার করল, যার ওজন ১৮৩১ গ্রাম
advertisement

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ বিএসএফ ১১৫নং ব্যাটেলিয়ানের জওয়ানরা জেহেরুল সেখ নামে এক যুবককে গ্রেফতার করে। তার কাছে থেকে উদ্ধার হয় বিপুল পরিমানে সোনা, ধৃত যুবকের বাড়ি রঘুনাথগঞ্জ থানার চরপিরজপুর বলে জানা গিয়েছে। বিএফএফ ধৃত জেহেরুল সেখ সহ উদ্ধার হওয়া সোনা গুলি তুলে দেওয়া হয় কাষ্টম অফিসে। ইতি মধ্যেই বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে বিএফএফ বলে সুত্রের খবর।

advertisement

আরও পড়ুন –   Cyclonic Circulation: ঘন কালো মেঘে ঢাকা আকাশ, উত্তর থেকে দক্ষিণ তুমুল তোলপাড় বৃষ্টি, লেটেস্ট ওয়েদার আপডেট

যদিও বিএসএফ সুত্রে খবর, বাংলাদেশ থেকে সোনা নিয়ে আসা হয়েছিল ভারতে। ধৃত জেহেরুল সেখ চোরা পথেই সোনা নিয়ে এসেছিল মুর্শিদাবাদে। সেই সময় বিএসএফের কাছে গোপনে খবর পেয়ে বিএফএফের ১১৫ নং ব্যাটিলিয়ানের জওয়ানের তৎপরতায় হাত বদলের আগেই গ্রেফতার করা হয় জেহেরুল সেখকে।

advertisement

View More

আরও পড়ুন –  15 Years old girl Toto Driver: শয্যশায়ী বাবা, পরিবারের হাল ধরতে ১৫ বছরের মেয়ে টোটো নিয়ে রাস্তায়, খবর ভাইরাল হতেই …

এর আগেও মুর্শিদাবাদে বিএসএফ উদ্ধার করেছে সোনা। গত কয়েক মাস আগে জলঙ্গীর চরভাদরা সীমান্ত থেকে প্রচুর সোনা সহ একজনকে গ্রেফতার করে বিএসএফ। উদ্ধার হয় ১৪টি সোনার বিস্কুট ।যার ওজন ছিল ১কেজি ৬৩২ গ্রাম । মাত্র ৮০০টাকার বিনিময়ে সোনার বাহক হিসেবে কাজ করতে গিয়ে বিএসএফের হাতে পাকড়াও হতে হয় একজনকে।

advertisement

মূলত সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ থেকে সোনা পাচার করে থাকে চোরাচালানকারীরা। শুধু তাই নয় মাঝে মাঝে ফেন্সিডিল পাচার হয়ে থাকে বাংলাদেশে। গত এক সপ্তাহে অনেক বাংলাদেশি ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে। কিন্তু তারপরেও সচেষ্ট যেন সেই চোরা চালানকারীরা। এবার বিএসএফের তৎপরতায় উদ্ধার হল সোনার বিস্কুট ।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

Koushik Adhikary

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মাত্র ৮০০ টাকা নিয়ে পাচার করছিল কোটি কোটি টাকার সোনা, তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল