ঘটনার জেরে স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত আখরিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন স্কুলের ছাত্র ও ছাত্রীরা বুধবার দুপুরে হঠাৎই। এদিন স্কুলে মিড ডে খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎই পেটে যন্ত্রণা ও বমি করতে থাকে পড়ুয়ারা। পরে তড়িঘড়ি তাদেরকে নশিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
advertisement
আরও পড়ুন: চুল পড়ছে? টাক দেখা যাচ্ছে? এই পদ্ধতিতে জবা ফুল ব্যবহার করুন! তারপর দেখুন চুলের ম্যাজিক!
স্কুলের এক অসুস্থ ছাত্রী জানায়, সপ্তম শ্রেণির ছাত্রী আমরা। আজকে দুপুরে হঠাৎই ভাত খাওয়ার পরে পেটে যন্ত্রণা অনুভব করি। পরে শিক্ষকদের কে জানানো হলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।ভগবানগোলার ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, দুপুরে খাওয়ার সমস্যা থেকেই এই ঘটনা ঘটেছে। আমাদের মেডিক্যাল টিম গঠন করে স্কুলে পাঠানো হয়েছে। কিভাবে এই খাদ্য বিষক্রিয়া হল তাও খতিয়ে দেখা হবে বলেই জানান। তবে বর্তমানে ছাত্রীরা সুস্থ আছে চিকিৎসার পরে বলে, জানা গিয়েছে।
কৌশিক অধিকারী