গ্রামের বাসিন্দা মনজুর হোসেন জানান, ধর্মীয় সভায় উপস্থিত থেকে আমাদের গ্রামের বাসিন্দারা ফুচকা খেয়ে ছিলাম। তবে এক সঙ্গে গ্রামের বাসিন্দারা আজকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন । তবে যারা এই ফুচকা খেয়েছিলেন তারাই অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। বর্তমানে ৪০জন অসুস্থ হয়েছেন।তবে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
আরও পড়ুন: পানকে কৃষিপণ্য করতে হবে! জুলুম, দুর্নীতি বন্ধের দাবি কৃষকদের!
advertisement
ইসলামপুর গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ সুশোভন সাহা জানান, ফুচকা খেয়ে অসুস্থ অধিকাংশ জনের বর্তমানে চিকিৎসা চলছে হাসপাতালে। কিছু শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তবে অনেকের নমুনা সংগ্রহ করা হয়েছে। কি কারণে এই খাদ্য বিষক্রিয়ার ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খাদ্য বিষক্রিয়ার ঘটনা সামনে আসতেই গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । যদিও গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হবে বলে জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে।
কৌশিক অধিকারী