Midnapore News: পানকে কৃষিপণ্য করতে হবে! জুলুম, দুর্নীতি বন্ধের দাবি কৃষকদের!

Last Updated:

Midnapore News: চলছে আড়তদারদের জুলুম। মিলছে সঠিক দাম। পান চাষিরা দীর্ঘ সময় ধরে রয়েছেন সমস্যায়!

+
আড়তে

আড়তে পানের কেনাবেচা

#তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার পান চাষিরা এবার পানকে কৃষি পণ্য করার দাবি নিয়ে সোচ্চার হল। তাদের দাবি পান কে কৃষি পণ্যের আওতায় নিয়ে এলে তবে পানের সঠিক মূল্য পাবে তারা। এছাড়াও পান দ্রুত পচনশীল একটি ফসল হলে কৃষি পণ্য হিসাবে স্বীকৃতি পেলে সংরক্ষণ করার ব্যবস্থাও হবে। পানকে কৃষি পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া, গুছিতে বাড়তি পান দিতে বাধ্য না করা, ঘুষ দুর্নীতি আড়তদারদের জুলুমবাজি বন্ধ করা সহ সাত দফা দাবিতে এদিন তমলুকের নিমতৌড়িতে পান আড়তে সারা বাংলা পানচাষি সমন্বয় সমিতির পক্ষ থেকে স্বাক্ষর সংগ্রহ, প্রচার মিছিল করা হয়।
চাষিদের মধ্যে প্রবল উদ্দীপনা পরিলক্ষিত হয়। বহু চাষি তাদের বঞ্চনার কথা তুলে ধরে তাদের স্বাক্ষর দেন। সমন্বয় সমিতির রাজ্য আহ্বায়ক বিবেকানন্দ রায়, জেলা কমিটির কোষাধ্যক্ষ প্রবীর প্রধান, সম্পাদক সোমনাথ মাইতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় কমিটির সদস্যরা বলেন, কোন হঠকারিতা নয়, সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। গুছিতে বাড়তি পান দেওয়া বন্ধের দাবিতে যেমন আন্দোলন চলছে তেমনি পানকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া, বুকিং সমস্যার সমাধান করা, আড়তদারি কমানো, ঘুষ- ভাঙানি প্রভৃতি বিষয়ে জুলুমবাজি বন্ধ করা সহ চাষিদের নানান দাবি নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি।
advertisement
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দফতরের মন্ত্রী সুব্রত সাহার কাছে আগামী দিনে বিষয়গুলি নিয়ে হাজার হাজার মানুষের গণ স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে। এদিন নিমতৌড়ি এবং উত্তর নারকেলদা পান বাজারে স্বাক্ষর সংগ্রহিত হয়। বিভিন্ন জেলায় চাষিদের সংগঠিত করা হচ্ছে। পাশাপাশি বর্তমান সমস্যাগুলি নিয়ে আজ জেলার হর্টিকালচার দফতর এবং জেলা শাসকের কাছেও স্মারকলিপি দেওয়া হবে। তারা বলেন ঐক্যবদ্ধ চাষি আন্দোলনে দাবি আদায় করতে পারে। তাই এলাকায় কমিটি গড়ে তোলার জন্য তিনি চাষিদের কাছে আহ্বান জানান।
advertisement
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News: পানকে কৃষিপণ্য করতে হবে! জুলুম, দুর্নীতি বন্ধের দাবি কৃষকদের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement