অভিযোগ, সোমবার রাতে একই ঘরে শাশুড়ি এবং জামাইকে দেখার পর ওই ঘরের ভিতর ঢুকে মারধর শুরু করে কয়েকজন । বাঁশ, লাঠি দিয়ে বেধড়কভাবে মারধর করা হয় নুরসেফা বিবি ও মফিজুল মন্ডলকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় শাশুড়ি নুরসেফা বিবির ।
আরও পডুন : জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন
advertisement
গুরুতর আহত অবস্থায় জামাই মফিজুল মন্ডলকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
আরও পডুন : পরীক্ষা দেব না দাবি নয়, পরীক্ষা দিতে চেয়ে পাঁচিল টপকালেন বিশ্বভারতীর পড়ুয়ারা
আহত জামাই মফিজুল মন্ডল জানান, তাঁর শ্বশুর ও আত্মীয়রা ভুল বুঝে বেধড়কভাবে মারতে থাকে । হরিহরপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । জখম জামাইকে পাঠানো হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানা পুলিশ। মৃত নুরসেফা বিবির দেহ ময়না তদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
KOUSHIK ADHIKARY