TRENDING:

Murshidabad Football: কাতারে চলছে বিশ্বকাপ, ফুটবলে জ্বরে কাঁপছে বাংলা, জমিয়ে হল এমএলএ কাপ

Last Updated:

খড়গ্রামে MLA ফুটবল কাপের ফাইনাল, ম্যাচ দেখতে লোকে লোকারণ্য, মোবাইলের ভার্চুয়াল জগতে বন্দি জীবন, হারিয়ে যাচ্ছে যৌবনের খেলাধুলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপে কাঁপছে গোটা পৃথিবী। ব্রাজিল আর্জেন্টিনা মেসির খেলা দেখতে টিভির পর্দা থেকে চোখ সরাচ্ছে না ফুটবলপ্রেমীরা। এবার ফুটবল জ্বরে কেঁপে উঠল খড়গ্রাম।
advertisement

মোবাইলের ভার্চুয়াল জগতে বন্দি জীবন, হারিয়ে যাচ্ছে যৌবনের খেলাধুলা। তাই ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে এবং যুব সমাজকে মাঠমুখী করে তুলতে খড়গ্রাম ব্লক ক্রীড়া কমিটির উদ্যোগে জেলা ভিত্তিক এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল নগর হাই স্কুল খেলার মাঠে। শম্ভুনাথ মার্জিত, ও গোলাম মোমিন , স্মৃতি রানার্স কাপে নামে খেলার আয়োজন করা হয়েছে।

advertisement

আরও পড়ুন -  Bra vs Kor: দুরন্ত কোরিয়ান ছেলেদের বিরুদ্ধে নেইমার জুজু দেখিয়েই কী স্ট্র্যাটেজি ব্রাজিলের

মোট আটটি দলকে নিয়ে সম্পূর্ণ টুর্নামেন্টটি আয়োজিত হয়। রবিবার ছিল ফাইনাল টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করেছিল রামিজ রাজা ও কলকাতা ইউনাইটেড স্পোর্টস টিম। এই ফাইনাল টুর্নামেন্ট খেলায় উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান, খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিত, বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর, এছাড়াও বিশিষ্ঠ ক্রীড়াপ্রেমীরা।

advertisement

View More

আরও পড়ুন -  Ind vs Ban: ‘‘মরি মরি এ কী লজ্জা’’- গর্বের ভারতীয় দল এখনও অবধি সবচেয়ে বেশি ওডিআই হেরেছে

মুলত, সব খেলার সেরা তুমি ফুটবল, তাই বাঙালির ফুটবল জ্বরে রবিবার দিনভর ফুটবল খেলায় মেতে উঠল খড়গ্রাম ব্লক। মুলত এলাকার যুব সম্প্রদায়ের কাছে খেলার প্রতি আগ্রহ তৈরি করতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ৮  নভেম্বর এই খেলার সুচনা করা হয় ।রবিবার ফাইনালে অংশ গ্রহণ করে। ২-০ গোল দিয়ে জয়ী হয় ইউনাইটেড স্পোর্টস কলকাতা, বিজয়ী হয় রামিজ রাজা দল। জয়ী দলের হাতে ট্রফি ও নগদ ৫০ হাজার টাকা ও বিজয়ী দলের হাতে নগদ ৩০হাজার টাকা তুলে দেওয়া হয়। খেলা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার 'এই' গৃহবধূর! তাঁর সাফল্যে অনুপ্রণিত বহু
আরও দেখুন

Kaushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Football: কাতারে চলছে বিশ্বকাপ, ফুটবলে জ্বরে কাঁপছে বাংলা, জমিয়ে হল এমএলএ কাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল