BRA vs KOR: দুরন্ত কোরিয়ান ছেলেদের বিরুদ্ধে নেইমার জুজু দেখিয়েই কী স্ট্র্যাটেজি ব্রাজিলের
- Published by:Debalina Datta
Last Updated:
সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ নেইমারকে ৯ বার ফাউল করা হয়েছিল৷ লিগামেন্টের চোটের কারণে দুটি গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারেননি সাম্বা তারকা৷
#দোহা: বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স ভাল হলেও দলে একের পর এক চোটের ঘটনায় বিব্রত থিঙ্কট্যাঙ্ক৷ শনিবারের ম্যাচের সময় চোট পেয়ে বিশ্বকাপে অনিশ্চিত অ্যালেক্স টেলেস এবং গ্যাব্রিয়েল জেসাস৷ দুই ফুটবলাররেই হাঁটুর চোটে বাকি বিশ্বকাপে খেলা হবে না৷ ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচে চোট হয়েছিল৷ কিন্তু এরপরেও সাম্বা বাহিনী আশায় বুক বাঁধছে কারণ নেইমার অনুশীলনে ফিরেছেন৷ রাউন্ড ১৬ -র অর্থাৎ নক আউটের পর্বের প্রথম ম্যাচের আগে কসরত করেছেন নেইমার৷ শেষ ষোলর লড়াইতে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া৷ Photo- AFP
advertisement
সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ নেইমারকে ৯ বার ফাউল করা হয়েছিল৷ লিগামেন্টের চোটের কারণে দুটি গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারেননি সাম্বা তারকা৷ ডান গোড়ালির চোট সারিয়ে ফের প্র্যাকটিশে তারকা৷ সবচেয়ে বড় কথা শনিবারের অনুশীলনের পর নিজেই সোশ্যাল হ্যান্ডেলে ছবি দিয়ে নেইমার ফ্যানদের আশ্বস্ত করেছেন, “I feel good,”- অর্থাৎ ভাল লাগল, তিনি আরও লেখেন “I knew that I would now.” অর্থাৎ আমি এখন জানি কী পরিস্থিতি এখন৷ Photo- AFP
advertisement
কারণ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সোমবার গভীর রাতের ম্যাচকে কোনওভাবেই হালকা নিচ্ছে না ব্রাজিল৷ কারণ উরুগুয়ে, ঘানার মত ফুটবলে ভাল পারফরম্যান্স করা দেশেদের ছিটকে দিয়ে শেষ ষোলর টিকিট পেয়েছে এশিয়ার এই দেশ৷ তাই ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারের শিক্ষা থেকে পা মেপে ফেলতে চায় ব্রাজিল৷ এদিকে দক্ষিণ কোরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল দলকে হারিয়ে ছাড়পত্র পেয়েছে৷ Photo- AFP
advertisement
ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া মোট ৭ বার মুখোমুখি হয়েছিল৷ তারমধ্যে সাম্বা বাহিনী ৬ বার জিতেছিল৷ কিন্তু সিওলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ০-১ গোলে দক্ষিণ কোরিয়া হারিয়েছিল ব্রাজিলকে৷ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেইমারের খেলার সম্ভাবনা ওয়াকিবহাল মহল উজ্জ্বল দেখলেও এখনও ব্রাজিল দলের চিকিৎসকের পক্ষ থেকে বিবৃতি পাওয়া যায়নি৷ Photo- AFP
