বহরমপুরের ঐতিহ্যবাহী বহরমপুর ওয়াইএমএ ময়দানে এই দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করা হয়েছিল। শুক্রবার বিকেলে বহরমপুরে কার্নিভালে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার, জঙ্গিপুরের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে-সহ জেলার তৃণমূল বিধায়ক ও সাংসদ খলিলুর রহমান এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস।
আরও পড়ুনঃ ঢাকি-সহ সর্বাধিক ৫০ জন, ৩ মিনিটের অনুষ্ঠান, কার্নিভাল শুরুর আগে সর্বশেষ আপডেট
advertisement
বহরমপুর শহরের একাধিক ক্লাব এই কার্নিভালে অংশ গ্রহণ করে। নাচ-গান নৃত্য পরিবেশন করেন এই কার্নিভালে। জেলায় জেলায় কার্নিভাল জমজমাট হয়ে ওঠে শুক্রবার বিকাল থেকেই। মুর্শিদাবাদ জেলাতে কার্নিভাল জমে উঠল দুর্গাপুজোর পরে দ্বাদশীর দিনে।
মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুর শহরের ১৩টি দুর্গাপুজো কমিটি এই কার্নিভালে অংশ গ্রহণ করে। এবছরবহরমপুর শহরে একে অপরকে টেক্কা দিয়ে তৈরি করা হয়েছিল থিমের চমকের দুর্গাপুজো। বহরমপুর ওয়াইএমএ ময়দানে কার্নিভালে বিভিন্ন পুজো তারা সুসজ্জিত ট্যাবলো সহকারে প্রদর্শনীতে অংশ গ্রহণ করে। তবে কলকাতা শুধু নয়, মুর্শিদাবাদ জেলার বুকে এই কার্নিভালে উপস্থিত থাকতে পেরে খুশি প্রকাশ করেছেন শহরবাসী। দুর্গাপুজোকে এ বছর ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন জেলায় জেলায় কার্নিভাল আয়োজন করা হবে।
কৌশিক অধিকারী