কালবৈশাখীর প্রভাবে গত দুদিন ধরে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কয়েক হাজার বিঘা ধান নষ্ট হয়েছে। পাকা ধান তো নষ্ট হয়েছেই তার পাশাপাশি ক্ষতি হয়েছে কচি ধানেরও। কমবেশি এক বিঘা ধান চাষ করতে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে, খরচ করা টাকা উঠে আসবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা।
আরও পড়ুন: ভরদুপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর, তারপর ঘটল সেই সাঙ্ঘাতিক ঘটনা
advertisement
কৃষক জুলফিকার আলী বলেছেন, "পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার বিঘে জমির ধান নষ্ট হয়েছে। সারা বছর আমাদের এই ধানের দিকে নজর থাকে, গরিব মানুষদের দুর্ভোগের শেষ থাকল না। ইতিমধ্যেই ঘটনাটি প্রধান এবং সরকারি প্রতিনিধিদের জানানো হয়েছে। প্রধান জানিয়েছেন বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, যাতে কিছু ভর্তুকি যেন চাষীদের দেওয়া হয়।"
আরও পড়ুন: কৃষি কাজে উন্নতির লক্ষ্যে মুর্শিদাবাদের কৃষকদের ভর্তুকি দেওয়া হল 'এই' বিশেষ যন্ত্রের জন্য
বংশবাটি গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি বাবুল শেখ বলেছেন, "পুরো বিষয়টি আমি ভাল করে জানি, ইতিমধ্যেই আমরা গিয়ে সেই জমিগুলি পরিদর্শন করেছি। এই জমিগুলোর মধ্যে আমাদেরও বেশ কিছু জমি রয়েছে। এখন আর কোনও উপায় নেই। এক সপ্তাহের মধ্যেই ধান গুলি কাটা হত। চাষিদের অনুরোধ আমি রাখবো। অবশ্যই বিষয়টি ব্লক আধিকারিকদের সামনে তুলে ধরব।"
কৌশিক অধিকারী