Murshidabad News: ভরদুপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর, তারপর ঘটল সেই সাঙ্ঘাতিক ঘটনা

Last Updated:

দিনদুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর। তারপর তাকে গণধোলাই দিল এলাকার বাসিন্দারা।

ভরদুপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর
ভরদুপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর
মুর্শিদাবাদ: দিনদুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর। তারপর তাকে গণধোলাই দিল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার উদয়চাঁপুরের নতুন রাস্তাপাড়া গ্রামে। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে একজনকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সামসুদ্দিন সেখের বাড়িতে কেউ না থাকার সুবাদে দুই যুবক এক‌টি বাইকে এসে বাড়ির তালা ভেঙে ঘর ঢোকে এক যুবক।  ভিতরে ঢুকে বাড়িতে থাকা সোনা ও রূপার জিনিসপত্র চুরি করছিল সে এমনটাই অভিযোগ। অন্যজন রাস্তার উপর বাইকে বসে বসে নজরদারি করছিল।
advertisement
advertisement
প্রতিবেশীদের ওই যুবককে দেখে সন্দেহ হলে বাড়ির মালিক সামসুদ্দিনকে ফোনে করে আসতে বলে। তিনি এসে যাওয়ায় বাইকে থাকা ব্যক্তি তাঁকে দেখে পালিয়ে যায়। এরপর তিনি বাড়ির ভিতরে ঢুকতেই দেখা যায় তালা ভাঙা, অথচ দরজা বন্ধ আছে। বাড়ির মালিক চিৎকার করতেই পাঁচিল টপকে পালানোর চেষ্টা করে ওই যুবক। গ্রামবাসীরা পিছনে ধাওয়া করে এবং তাকে ধরে ফেলে। এরপর এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে শুরু করে গোন ধোলাই।
advertisement
ওই যুবকের পকেট থেকে সোনা ও রূপোর গয়না উদ্ধার হয়। গাছে বেঁধে জিজ্ঞাসা করা হয় নাম ঠিকানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজনের নাম রমজান সেখ বাড়ি বহরমপুর থানার অন্তর্গত খাগড়া ষ্টেশন এলাকায় । তার সঙ্গে থাকা ওপর জনের বাড়ি বেলডাঙা। দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় । অভিযুক্ত ওই যুবকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভরদুপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর, তারপর ঘটল সেই সাঙ্ঘাতিক ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement