বিডিও অফিসের মিটিং রুমে শিক্ষা দফতরের স্পোর্টস কমিটির মিটিং'য়ে ধুলিয়ান সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক হোসনেয়ারা খাতুনকে শারীরিক হেনস্থা ও আক্রমন করার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাল শিক্ষক সমাজ।
আরও পড়ুনঃ পাহাড়ের শীত নামছে সমতলেও, তুষারপাতের সম্ভাবনা শৈলশহরে? জানুন আবহাওয়া দফতরের পূর্বাভাস
মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ এসআই অফিস থেকে মিছিল বের করেন শিক্ষকরা। বিডিও অফিসে পরিক্রমা করেন এবং দফায় দফায় মাইকে স্লোগান দেন। মিছিল করে পুরাতন ডাকবাংলা এলাকা পরিক্রমা শেষে বিডিও অফিসের গেটে বিক্ষোভ দেখান। এ দিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। এসআই-কে হেনস্তা-কাণ্ডে সমস্ত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন শিক্ষক শিক্ষিকারা।
advertisement
আরও পড়ুনঃ কনকনে ঠান্ডায় কাঁপছে বীরভূম, সপ্তাহান্তে আমূল আবহাওয়া বদল, কেমন দাঁড়াবে পরিস্থিতি? জানুন
উল্লেখ্য, গত শুক্রবার সামসেরগঞ্জ বিডিও অফিসের মিটিং রুমে শিক্ষা দফতরের স্পোর্টস কমিটির মিটিং' চলাকালীন ধুলিয়ান সার্কেলের স্কুল ইন্সপেক্টর হোসনেয়ারা খাতুনকে শারীরিক হেনস্থা, মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। অভিযোগের তির ছিল খোদ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, কৃষি কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্য-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব।
এসআই'য়ের উপর আক্রমনের ঘটনায় নিন্দার ঝড় ওঠে এলাকায়। সোমবার বিকেলে সেই ঘটনার প্রতিবাদেই পথে নামেন শিক্ষক শিক্ষিকারা। সামসেরগঞ্জের বিডিওকে স্মারকলিপি জমা দেওয়া হয়।
কৌশিক অধিকারী





