দেশ সেবায় নিয়োজিত ছিলেন, অবশেষে তিনি চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করার পর বাড়ি ফিরতেই এক রাজকীয় আয়োজন করা হল। রাজকীয় ভাবে অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানকে সম্বর্ধনা জানিয়ে শহর পরিক্রমা করে বাড়িতে নিয়ে যাওয়া হল।
আরও পড়ুনঃ চারদিন পরেও হদিশ নেই ১১জন শিশুর, সেই তদন্তে বহরমপুরে শিশু সুরক্ষা কমিশন
advertisement
জানা যায়, দীর্ঘ ২২ বছর ধরে দেশের কাজে BSF-এ কর্মরত ছিলেন কান্দি থানার দোহালিয়া গ্রামের বাসিন্দা সপ্তম ঘোষ। বর্তমানে তিনি ইন্দোরে কর্মরত ছিলেন। সপ্তম ঘোষ BSF-এর হেড কনস্টেবল পদ থেকে অবসর গ্রহণ করে বাড়ি ফিরলেন। সপ্তম ঘোষ নিজের শহরে আসতেই প্রথমে খড়গ্রামের খর্সা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। কান্দি শহর এবং ততসংলগ্ন এলাকায় পদযাত্রার আয়োজন করে দোহালিয়া গ্রামের বাসিন্দারা।
অকালে হোলি খেলায় মেতে ওঠেন গ্রামবাসীরা। আবির খেলে ঢাক, ঢোল বাজনা সহকারে হুড খোলা গাড়িতে চাপিয়ে শহর পরিক্রমা করা হয়। তবে, বর্তমান প্রজন্ম কে সেনাবাহিনীতে যোগদান করার জন্যও আহ্বান জানান তিনি। পাশাপাশি এই রাজকীয় ভাবে সম্বর্ধনা জানানোর জন্য আনন্দ প্রকাশ করেছেন সপ্তম ঘোষ।
তবে, গ্রামের বাসিন্দারা জানান, সপ্তম ঘোষ আমাদের গ্রামের সম্পদ। দেশ সেবায় নিয়োজিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে তিনি কর্মরত ছিলেন, দেশের সেবায় জীবনের একটা অংশ কাজ করে গিয়েছেন। তাই ৩১শে মার্চ অবসর গ্রহণ করে। অবসর গ্রহণ করে তার পোষাক পড়েই বাড়ি ফেরার পথেযেই রাজকীয় সম্মান জানানো হয় বলেই জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
কৌশিক অধিকারী