আরও পড়ুন: অনুব্রতর ২ রাইসমিলের বিরুদ্ধে শুরু হয় CID তদন্ত, রহস্যজনকভাবে বন্ধও হয়ে যায়! চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন: তদন্তে সহযোগিতা করছেন না, হেফাজতে চাইবে সিবিআই? আজ ফের আদালতে অনুব্রত
মুর্শিদাবাদ ও মালদা জেলা দিয়ে গরু পাচার হয়ে থাকে। মুলত বীরভূম জেলাকে গরু পাচারের করিডর বলা হয়। বীরভূম থেকে গরু নিয়ে মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী নদী পেরিয়ে তা বাংলাদেশে পাচার করা হয় থাকে। বর্ষার সময়ে গরু পাচার করে দুস্কৃতীরা। গত ১০ই আগষ্ট চারজন বাংলাদেশী নাগরিক কে গ্রেফতার করে বিএসএফ। বিএসএফের ১১৫ নং ব্যাটেলিয়ান এদের নিমতিতার সীমান্তবর্তী অঞ্চল থেকে গ্রেফতার করে। সেই দিনও ধৃতদের সামশেরগঞ্জ পুলিসের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ’এর পক্ষ থেকে। ধৃত চার বাংলাদেশীর নাম নাইম সেখ, রবিউল আলি, রহমান ও সোহেল সেখ। এদের প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় বলে জানা যায়। ঘটনার তদন্ত শুরু করে সামশেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী






