আরও পড়ুন স্বাধীনতা দিবসের আগে On Duty লেখা গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারে আতঙ্ক
মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রাবণ মাসের জলঢালা উৎসব উপলক্ষে বহরমপুর শহরে ১৪ই আগষ্ট দুপুর ১ টা থেকে পরের দিন অর্থাৎ ১৫ই আগষ্ট (সোমবার) সকাল ১০ ঘটিকা পর্যন্ত রিভারসাইড রোডে নিযুক্ত ট্রাফিক নিয়ন্ত্রণে করা হয়েছে পুন্যার্থী ও সাধারণ মানুষের সুবিধার্থে।
advertisement
মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে,ফরাসডাঙ্গা থেকে NH-34 গামী সমস্ত ভারী যানবাহন রিংরোড ধরে বিষ্ণুপুর হয়ে NH-34 উঠবে।
আরও পড়ুন Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতেও থামছে না মহাযজ্ঞ, সোমবারই হবে অনুষ্ঠান
ফরাসডাঙ্গা থেকে শহরে আসার ছোটগাড়ী রাধারঘাট মোড় থেকে বামে গিয়ে ভট্টাচার্য পাড়া হয়ে পুরাতন হাসপাতাল থেকে পুরাতন কান্দি বাসস্ট্যান্ড হয়ে ব্রিজের তলা দিয়ে DIB মোড় হয়ে গীর্জা মোড় দিয়ে NH-34 - এ উঠবে।
সদর হাসপাতাল থেকে কল্পনা সিনেমা হল মোড় ও খাগড়া চৌরাস্তা উভয় দিকেই যাতায়াত করতে পারবে।
বহরমপুর জলট্যাঙ্কি মোড় থেকে পুরাতন কান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা সমস্ত রকম যানবাহনের জন্য বন্ধ থাকবে।
বহরমপুর মানকরা থেকে NH-34 গামী গাড়ি কৃষ্ণনাথ কলেজ ঘাট মোড় থেকে ডানদিকে বেঁকে শহরে বা ৩৪নং জাতীয় সড়কে উঠবে।
মানকরা থেকে ফরাসডাঙ্গা মোড় রিভারসাইড রোড সমস্ত ভারী যানবাহন ও বাস চলাচল বন্ধ থাকবে।
পাশাপাশি কৃষ্ণনাথ কলেজ ঘাট থেকে পুরাতন কান্দি বাসস্ট্যান্ড মুখী সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
কৌশিক অধিকারী






