TRENDING:

Murshidabad Accident: মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মারাত্মক পরিস্থিতি দুই ছাত্রের!

Last Updated:

Murshidabad Accident: বুধবার বিকেলে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় আহত হন দুই পরীক্ষার্থী ও এক শিক্ষক।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বুধবার ইতিহাস পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হল দুই মাধ্যমিক পরীক্ষার্থী। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামের পারুলিয়া এলাকায়। গুরুতর আহত হন দুই মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ জানিয়েছে, তাদের নাম মানিক মন্ডল, বয়স ১৫ বছর। বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মানিকপুর গ্রামে। এছাড়াও আহত হন সন্দীপ মন্ডল, বয়স ১৬ বছর। তারও বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মানিকপুর গ্রামে।
.
.
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার খড়গ্রাম থেকে মানিকপুরে ইতিহাস পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। টোটোতে চারজন মাধ্যমিক পড়ুয়া ছিলেন। অভিযোগ, টোটোর গতিবেগ বেশি থাকার কারণে খড়গ্রাম থানার অন্তর্গত পারুলিয়ার উপলাই গ্রামের কাছে জোড়াসাঁকো এলাকায় টোটো গিয়ে সরাসরি ধাক্কা মারে সাইকেল আরোহীকে। যার ফলে গুরুতর আহত হন সুশীল কুমার মন্ডল। তিনি স্থানীয় এম এস কে বিদ্যালয়ের শিক্ষক। সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথেই তাঁকে ধাক্কা মারে টোটোটি।

advertisement

আরও পড়ুন: ফের লোকালয়ে হাতির হানা, ৩৫ গজরাজের আতঙ্কে কাঁপছে ঝাড়গ্রাম

আরও পড়ুন: ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে নগ্ন ছবি আদান-প্রদান, নতুন পথে নারী পাচারের ছক ফাঁস!

যার ফলে আহত হন শিক্ষক। তাঁকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতাল ভর্তি করানো হয়েছে। অপরদিকে, দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ। পথ দুর্ঘটনায় দুই মাধ্যমিক পরীক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Accident: মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মারাত্মক পরিস্থিতি দুই ছাত্রের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল