জানা গিয়েছে, মতিফুল শেখের বাড়ির উঠোনে সকেট বোম মজুত করা ছিল। সোমবার সকালে তাঁর স্ত্রী ঝাঁট দেওয়ার সময় কোনভাবে একটি সকেট বোমা ফেটে যায়। আর তাতেই ফুলসোরা বিবি ও তাঁর চার বছরের মেয়ে গুরুতর জখম হয়। দু'জনকেই জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের। এই ঘটনার খবর পেয়েই মতিফুল শেখের বাড়িতে গিয়ে হাজির হয় লালগোলা থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: দুই বাংলায় সাম্প্রদায়িক হানাহানি রুখতে আন্তর্জাতিক মঞ্চ গড়ার ডাক বাউল ফকিরদের
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মুর্শিদাবাদ জেলায় বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা বেড়ে গিয়েছে। এমনকি বোমা-গুলিতে মৃত্যুর ঘটনাও ঘটছে। এরই মধ্যে বাড়িতে রাখা সকেট বোমা ফেটে বধু ও তাঁর শিশু কন্যার আহত হওয়ার ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে। ওই বাড়িতে কোথা থেকে বোমা এল এবং তা কীভাবে ফাটল তদন্ত করে দেখছে পুলিশ।
কৌশিক অধিকারী