সোনাবেশ- এই দিন প্রভু জগন্নাথ সহ সুভদ্রা-বলরাম ও সেজে ওঠেন নানা সোনার গয়নার সাজে। সোনার বেশে সুসজ্জিত হয়ে ওঠেন সকলে। পুনর্যাত্রার পর একাদশী তিথি তে পালিত হয় এই সোনাবেশ।
advertisement
আরও পড়ুনঃ আজ ফের টান রশিতে, উল্টোরথ উপলক্ষে পুরীতে অগণিত ভক্ত সমাগম, দেখুন ছবি
অধরপনা- এই উৎসব পালিত হয় দ্বাদশীর সন্ধ্যায়। এই রীতি অনুযায়ী জগন্নাথদেব-কে শরবত খাওয়ানোর পালা চলে। এক বিশেষ পানীয় নিবেদন করা হয় জগন্নাথদেবের উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ লোকারণ্য পুরীতে মহা ধুমধামে অনুষ্ঠিত হল জগন্নাথদেবের রথযাত্রা, দেখুন ছবি
রসগোল্লা উৎসব- ত্রয়োদশীর দিন জগন্নাথদেবের উদ্দেশ্যে নিবেদন করা হয় কয়েকশ হাড়ি রসগোল্লা, ভোগ হিসেবে। এ যেন বাড়ীতে অতিথি আসার পর এক মিস্টিমুখের পর্ব,তার-ই প্রতিচ্ছবি। সর্বশেষে নীলাদ্রিবিজয় উৎসবের মাধ্যমে শেষ হয় এই সমস্ত রীতি -রেওয়াজ। এভাবেই বিভিন্ন আচার অনুষ্ঠানের পর জগন্নাথ-সুভদ্রা-বলরাম কে মন্দিরে মূল রত্নবেদি-তে তোলা হয়। এই সমস্ত অনুষ্ঠান ঘিরেই প্রতি বছর উল্টো রথের পরও দূর দুরান্ত থেকে ভক্তরা ভিড় জমান এই উৎসব দেখার জন্য। তবে উল্টো রথের দিনে পুরীর সুমুদ্রে তীল ধরনের জায়গা নেই। কোভিড মহামারি পরিস্থিতির পর দীর্ঘ দুই বছর পরে এবছর রথযাত্রা উৎসব মেতে উঠেছে উড়িষ্যা বাসী। একবার রথের দড়ি স্পর্শ করে জগন্নাথের চোখে চোখ রেখে ভক্তরা তাদের মনস্কামনা জানান। আবার একটা বছরের প্রতিক্ষার রথযাত্রা উৎসবের।
KOUSHIK ADHIKARY