বাড়ি ফরাক্কার তারাপুর গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বাড়িতে ছিলেন না তাহের সেখ। তারপরে বুধবার সকালে খবর পাওয়া যায় শংকরপুর রেল লাইনের ওপর মৃতদেহ পড়ে আছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধুলিয়ানের রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর সদর হাসপাতালে পাঠায়। তবে রহস্যজনক ভাবে রেললাইনের ধারে থেকে তাহের সেখের মৃতদেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ এ আবার কেমন রুটি! একটা খেলেই ভরবে পেট ও মন! ফিরবে স্বাস্থ্যও
জানা গিয়েছে, গত তিনদিন ধরে নিখোঁজ ছিল তাহের শেখ। তবে এই তিনদিন কোথায় ছিল তা জানা নেই। পেশায় শ্রমিকের কাজ করে। বুধবার ভোর রাতে আমরা জানতে পারি দেহ আছে। তবে ভোর রাতে ট্রেনের লাইনের ধারে মৃতদেহ পড়ে আছে আমরা খবর পাই। আমরা ঘটনার খবর পেয়ে দেহ শনাক্ত করি। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপি। যদিও তাদের প্রাথমিক ভাবে অনুমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বুধবার ভোর রাতে। ট্রেনের লাইনের ধার দিয়ে হেঁটে যাওয়ার পথেই ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
যদিও মৃতদেহ উদ্ধার হলেও বেশ কিছু প্রশ্ন চিহ্ন সামনে উঠে আসছে। তিনদিন ধরে নিখোঁজ থাকার পরে হঠাৎ কেন রেল লাইনের ধার থেকেই তার মৃতদেহ উদ্ধার হল। তিনদিন কোথাও ছিল, নাকি অন্যকিছু কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।
কৌশিক অধিকারী