মুর্শিদাবাদ জেলার বহু শ্রমিককে কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে হয়। এবার সেই রাজমিস্ত্রিদের জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হল। রাজমিস্ত্রিদের কাজের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এবার সামশেরগঞ্জে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে ব্লক প্রশাসন। সামশেরগঞ্জের রতনপুর মডেল স্কুলে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবিরে চলবে তিনদিন ধরে। প্রশিক্ষণ শিবিরের প্রথম দিনেই হাতে-কলমে রাজমিস্ত্রিদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে নিরাপত্তার বিষয়টি নিয়েও সচেতনতা করা হয়। এদিন উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের কর্মকর্তারা। প্রায় ১৪৫ জন রাজমিস্ত্রির প্রশিক্ষণ নেন।
advertisement
ব্লক প্রশাসন সূত্রে খবর, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতর এবং উৎকর্ষ বাংলার অধীনে এল অ্যান্ড টি’র মাধ্যমে ব্লকের রাজমিস্ত্রিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনদিনের এই প্রশিক্ষণ শিবির শেষে প্রত্যেককে একটি করে সার্টিফিকেট প্রদান করা হবে বলেও জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।
কৌশিক অধিকারী