আরও পড়ুন East Bardhaman News: খুদে শিল্পী তামান্নার আঁকা ছবি পৌঁছল না মুখ্যমন্ত্রী কাছে, মন খারাপ তামান্নার
মুর্শিদাবাদ পুলিশ জেলার (Murshidabad police District) বিভিন্ন থানা এলাকায় চুরি যাওয়া বিভিন্ন সংস্থার নামী দামি মোবাইল ফিরিয়ে দেওয়া হল প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য গত এক বছরে ১৬১২টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে চলতি মাসেই একসাথে ২৩৫ জনের হাতে মোবাইল ফোন ফিরিয়ে দিল মুর্শিদাবাদ জেলা পুলিশ। মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার সবরী রাজ কুমারের নির্দেশে এই মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়।
advertisement
প্রসঙ্গত, মুর্শিদাবাদ পুলিশ জেলার অধীনে বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন চুরি যাওয়ার অভিযোগ জমা পড়ে। গত আট মাসে স্পেশাল পুলিশ গ্রুপ অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলি উদ্ধার করেন। হারানো মোবাইল পুনরায় ফিরে পেয়ে মোবাইলের প্রকৃত মালিকরা পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
এখনও পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, প্রথম দফায় ৭২টি, দ্বিতীয় দফায় ১০৪ টি, তৃতীয় দফায় ১১০ টি, চতুর্থ দফায় ১৫৪টি, পঞ্চম দফায় ২১৫টি, ষষ্ঠ দফায় ২৯৯টি, সপ্তম দফায় ২০৫টি এবং অষ্টম দফায় ২১৮টি এবং নবম দফায় ২৩৫ টি, মোট ১৬১২ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে।
মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে অভিযান চালিয়ে ২৩৫জনকে মোবাইল ফোন ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। গত এক বছরে ১৬১২টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে, মোবাইল ফোন চুরি নিয়ন্ত্রণে আনতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মোবাইল ফিরে পেয়ে এক ব্যাক্তি জানালেন, "আমার ফোন গত ছয় মাস আগে হারিয়ে যায়। ভাবতে পারিনি আমি আবার মোবাইল ফোন ফিরে পাব। ছয় মাস পর মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি।" সালার থানার এক বাসিন্দা জানান, "পুলিশের এই ভুমিকা ভাল। আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলাম। এটা আমাদের সৌভাগ্য।"
KOUSHIK ADHIKARY