মা কালীর মন্দির তলিয়ে যাওয়ায় যেন আরো মহা আতঙ্কে পরিণত হয়েছে গঙ্গা ভাঙ্গন। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী। এদিকে মহেশটোলাতে একের পর এক তলিয়ে যাচ্ছে বাড়িঘর। ফলে ভাঙ্গনের হাত থেকে বাড়ির সামগ্রী রক্ষা করতে কয়েকশো পরিবার অন্যত্র আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন। বর্ষার শেষ লগ্নে এসে যেন ভাঙ্গন মহা আতঙ্কে পরিণত হয়েছে। কালীপূজোর এক সপ্তাহ আগে ভয়াবহ গঙ্গা ভাঙনের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ থেকে গ্রামের বাসিন্দা সকলেই।
advertisement
আরও পড়ুনঃ ফরাক্কাতে ৪৮০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেফতার এক যুবক
ইতি মধ্যেই সামশেরগঞ্জের প্রতাপগঞ্জে ভাঙন যেন পিছু ছাড়ছে না । ইতি মধ্যেই তলিয়ে গিয়েছে একের পর এক পাকা বাড়ি। যার ফলে অব্যাহত থাকল গঙ্গা ভাঙ্গন। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামে। ভাঙ্গন আতঙ্কে কার্যত গ্রাম জুড়ে কান্নার রোল পরে যায়। কোথায় যাবে? কি খাবে? তা নিয়ে কার্যত অনিশ্চয়তায় ভুগতে শুরু করে দিয়েছে ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা।
Koushik Adhikary