TRENDING:

Murshidabad News: ভাঙন পিছু ছাড়ছে না সামশেরগঞ্জে! পুজোর আগেই গঙ্গায় তলিয়ে গেল কালী মন্দির!

Last Updated:

কালীপুজোর আগেই রাক্ষসী গঙ্গা গিলে খেল কালী মন্দির। মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন যেন থামতেই চাইছে না এই মুহূর্তে। প্রায় ১০০ থেকে ১২০ফুট গভীর গর্ত তৈরি হয়েছে গঙ্গা ভাঙনের জেরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ কালীপুজোর আগেই রাক্ষসী গঙ্গা গিলে খেল কালী মন্দির। মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন যেন থামতেই চাইছে না এই মুহূর্তে। প্রায় ১০০ থেকে ১২০ফুট গভীর গর্ত তৈরি হয়েছে গঙ্গা ভাঙনের জেরে। এবার ভয়াবহ গঙ্গার ভাঙনের কবলে তলিয়ে গেলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ-মহেশটোলা এলাকার একমাত্র উপাসনালয় ঐতিহ্যবাহী কালি মন্দির। গভীর রাতে গঙ্গায় পরে যায় সেই মন্দির। বহু চেষ্টা করেও ভাঙ্গনের হাত থেকে রক্ষা কর গেলো না মা কালীর মন্দির। এখনও অব্যাহত গঙ্গা ভাঙন।
advertisement

মা কালীর মন্দির তলিয়ে যাওয়ায় যেন আরো মহা আতঙ্কে পরিণত হয়েছে গঙ্গা ভাঙ্গন। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী। এদিকে মহেশটোলাতে একের পর এক তলিয়ে যাচ্ছে বাড়িঘর। ফলে ভাঙ্গনের হাত থেকে বাড়ির সামগ্রী রক্ষা করতে কয়েকশো পরিবার অন্যত্র আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন। বর্ষার শেষ লগ্নে এসে যেন ভাঙ্গন মহা আতঙ্কে পরিণত হয়েছে। কালীপূজোর এক সপ্তাহ আগে ভয়াবহ গঙ্গা ভাঙনের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ থেকে গ্রামের বাসিন্দা সকলেই।

advertisement

আরও পড়ুনঃ ফরাক্কাতে ৪৮০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেফতার এক যুবক

ইতি মধ্যেই সামশেরগঞ্জের প্রতাপগঞ্জে ভাঙন যেন পিছু ছাড়ছে না ইতি মধ্যেই তলিয়ে গিয়েছে একের পর এক পাকা বাড়ি। যার ফলে অব্যাহত থাকল গঙ্গা ভাঙ্গন। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামে। ভাঙ্গন আতঙ্কে কার্যত গ্রাম জুড়ে কান্নার রোল পরে যায়। কোথায় যাবে? কি খাবে? তা নিয়ে কার্যত অনিশ্চয়তায় ভুগতে শুরু করে দিয়েছে ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা।

advertisement

View More

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভাঙন পিছু ছাড়ছে না সামশেরগঞ্জে! পুজোর আগেই গঙ্গায় তলিয়ে গেল কালী মন্দির!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল