TRENDING:

Murshidabad Durga Puja 2022 II বহরমপুরে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিমা নিরঞ্জন

Last Updated:

দশমীর বিকালেও বৃষ্টির ভ্রুকুটি মুর্শিদাবাদে। বুধবার বিজয়া দশমী। বিজয়া দশমী তে মা দুর্গার উমা ফেরার পালা। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গঙ্গা ভাগীরথী নদীর ঘাটে চলল প্রতিমা নিরঞ্জন পর্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ দশমীর বিকালেও বৃষ্টির ভ্রুকুটি মুর্শিদাবাদে। বুধবার বিজয়া দশমী। বিজয়া দশমী তে মা দুর্গার উমা ফেরার পালা। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গঙ্গা ভাগীরথী নদীর ঘাটে চলল প্রতিমা নিরঞ্জন পর্ব। বুধবার বিকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কলেজ ঘাটে প্রযুক্তি কে কাজে লাগিয়ে চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব। বহরমপুর পৌরসভার পক্ষ থেকে গঙ্গার ঘাটে লোহার পাতি দিয়ে এই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা গ্রহণ করা হয়। দশমীর বিকাল থেকেও বহরমপুর শহর সহ গোটা জেলা জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, যার ফলে প্রতিমা নিরঞ্জনের সময় কিছুটা হলেও বিঘ্নিত ঘটে।
advertisement

বিজয়া দশমী মানেই মন খারাপ বাঙালির। আবার অপেক্ষা এক বছরের তবু, বছরের এই শেষ দিনটায় একটুও মন খারাপ করে থাকতে রাজি নন শহরবাসী ৷ চেটেপুটে দশমীতেও আনন্দ করছেন সকলে। আবার অপেক্ষা এক বছরের তবু, বছরের এই শেষ দিনটায় একটুও মন খারাপ করে থাকতে রাজি নন মুর্শিদাবাদ জেলাবাসী৷ চেটেপুটে দশমীতেও আনন্দ করছেন সকলে। প্রতিমা নিরঞ্জনের সময় যাতে গঙ্গার ঘাটে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়৷

advertisement

আরও পড়ুনঃ জঙ্গিপুরে ৩৬০ বছরের রীতি মেনে কাঁধে চড়েই কৈলাশে পাড়ি উমার

সেই কারণে বহরমপুর থানার পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থাও। বহরমপুর শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ ৷ দশমীর সকালে দর্পণে বিসর্জনের পর মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। এদিন মাকে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে তারপর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। যা দেখা যায় বিভিন্ন মন্ডপে মন্ডপে সেই ছবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Durga Puja 2022 II বহরমপুরে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিমা নিরঞ্জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল