বিজয়া দশমী মানেই মন খারাপ বাঙালির। আবার অপেক্ষা এক বছরের তবু, বছরের এই শেষ দিনটায় একটুও মন খারাপ করে থাকতে রাজি নন শহরবাসী ৷ চেটেপুটে দশমীতেও আনন্দ করছেন সকলে। আবার অপেক্ষা এক বছরের তবু, বছরের এই শেষ দিনটায় একটুও মন খারাপ করে থাকতে রাজি নন মুর্শিদাবাদ জেলাবাসী৷ চেটেপুটে দশমীতেও আনন্দ করছেন সকলে। প্রতিমা নিরঞ্জনের সময় যাতে গঙ্গার ঘাটে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়৷
advertisement
আরও পড়ুনঃ জঙ্গিপুরে ৩৬০ বছরের রীতি মেনে কাঁধে চড়েই কৈলাশে পাড়ি উমার
সেই কারণে বহরমপুর থানার পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থাও। বহরমপুর শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ ৷ দশমীর সকালে দর্পণে বিসর্জনের পর মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। এদিন মাকে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে তারপর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। যা দেখা যায় বিভিন্ন মন্ডপে মন্ডপে সেই ছবি।
Koushik Adhikary