Murshidabad Durga Puja 2022 II জঙ্গিপুরে ৩৬০ বছরের রীতি মেনে কাঁধে চড়েই কৈলাশে পাড়ি উমার

Last Updated:

৩৬০ বছরের প্রাচীন মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত জঙ্গীপুরের সাহেব বাজার ঘোষাল বাড়ীর দুর্গাপুজো। ৩৬০ বছর আগে এই পূজো প্রতিষ্ঠা করেন গয়ামনি গোস্বামী।

+
title=

#মুর্শিদাবাদঃ ৩৬০ বছরের প্রাচীন মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত জঙ্গীপুরের সাহেব বাজার ঘোষাল বাড়ীর দুর্গাপুজো। ৩৬০ বছর আগে এই পূজো প্রতিষ্ঠা করেন গয়ামনি গোস্বামী। গৌঁসাই বাড়ীর সদস্যরা এই পূজো করতেন, বর্তমানে এই পুজো পরিচালনা করেন ঘোষাল বাড়ীর সদস্যরা। বিজয়া দশমীর দিনে বিষাদের সুরের মধ্যে দিয়ে বুধবার রাতে কাঁধে করে প্রতিমা নিরঞ্জন করা হল। প্রাচীন রীতি মেনেই বাইচ করে মা দুর্গা কে নিয়ে যান পরিবারের সদস্য সহ এলাকার বাসিন্দারা। কয়েক কিলোমিটার নিয়ে গিয়ে ভাগীরথী নদীতে প্রতিমা নিরঞ্জন করা হয়।
শুধু প্রাচিনতার দিক থেকে নয়, কথিত আছে অষ্টমীর সন্ধী পুজোতে একটি প্রজাপতি এসে বসে, তখনই দেবীর কাঠামো নরে ওঠে, সেই কারনে দেবী দশ ভুজাকে শিকল ও তালা দিয়ে বেঁধে রাখা হয় আজও, পঞ্চমীর দিন থেকে দেবীকে শিকল ও তালা দিয়ে বেঁধে রাখা হয় দশমী বিদায় বেলায় শিকল খুলে নিরঞ্জন দেওয়া হয় ভাগীরথী নদীতে। শুধু প্রতিমা নিরঞ্জনের বৈশিষ্ট্য নয়, চিরা চরিত প্রথা অনুযায়ী সপ্তমী সকালে পালকিতে করে নবপত্রিকা কলা বউকে স্নান করাতে নিয়ে যান বাড়ির সদস্যরা, দশমীর বিকালে করা হয় নব পত্রিকা নিরঞ্জন।
advertisement
আরও পড়ুনঃ বহরমপুরে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিমা নিরঞ্জন
এই ভাবেই বংশপরম্পরায় চলে আসে এই পুজো। শুধু প্রাচীন দিক থেকে নয়, সাবেকি আনা আছে এই বাড়ীর পুজোতে বর্তমান। পুজো চারদিন আনন্দ উৎসব মেতে ওঠেন বাড়ির ছোট থেকে বড় সকল সদস্য। দশমীর বিদায় বেলায় চোখের জলে মা কে বরণ করে নেওয়া হয়। মা কে বরণ করে আবারও একটা বছরের প্রতিক্ষা থাকে। আসছে বছর আবার হবে।
advertisement
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Durga Puja 2022 II জঙ্গিপুরে ৩৬০ বছরের রীতি মেনে কাঁধে চড়েই কৈলাশে পাড়ি উমার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement