TRENDING:

Murshidabad News: দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোতেই মেতে ওঠেন এই গ্রামের মানুষ!

Last Updated:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, পুজো কাটলেওবাঙালি উৎসব মুখর এখনও। রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো সেইপুজোতে মেতে উঠলেন মুর্শিদাবাদের কান্দি ব্লকের মনোহরপুর গ্রাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, পুজো কাটলেও বাঙালি উৎসব মুখর এখনও। রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো সেইপুজোতে মেতে উঠলেন মুর্শিদাবাদের কান্দি ব্লকের মনোহরপুর গ্রাম। কান্দি ব্লকের আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মনোহরপুর গ্রামে প্রায় বারোশো লোকের বসবাস এই গ্রামে। গ্রামের অন্যতম সদস্য অশোক মন্ডল জানান, কৃষি প্রধান এলাকা বলে পরিচিত এই গ্রামে কোন শারদীয়া দুর্গাপুজো হয়না কিন্তু এই গোটা গ্রামে লক্ষ্মীপূজোয় মেতে ওঠে গ্রামবাসীরা।
advertisement

গ্রামের সকল স্তরের মানুষ লক্ষী পুজো কে কেন্দ্র করে চারদিন ধরে উৎসবে সামিল হন। শুধু লক্ষী পূজো উপলক্ষে পুজো নয়, মেলা এবং যাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে পাশাপাশি ভাসানে আতসবাজী প্রদর্শনী করা হয়। প্রায় একশো দশ বছরের প্রাচীন এইপুজো। লক্ষ্মীও নারায়ণ একসাথে এই পুজো করা হয়, গ্রাম বাসিরা দুর্গাপূজো আনন্দ না করলেও এই পুজোয় মেতে ওঠে ছোট থেকে বড় সবাই।

advertisement

আরও পড়ুনঃ গ্রামে হয় না সার্বজনীন দুর্গোৎসব! তাই  ৮ দিনের কোজাগরী লক্ষ্মী পুজো

মুলত চাষী প্রধান এবং চাষের ফলন ভালো হওয়ার জন্য এই পুজো চালু করা হয় সেই থেকে পুজো চালু করা হয় যা আজও ঐতিহ্য পরম্পরা মধ্যে দিয়ে উৎসব পালন করা হয় এই গ্রামের প্রধান পুজো লক্ষ্মীদেবীর আরাধনায়। যদিও কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর পুজো কে ঘিরে গ্রামের বাসিন্দাদের মধ্যে উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। রবিবার সন্ধ্যা থেকে যাত্রা শুরু হয়েছে। সোমবারেও চলবে যাত্রা, মঙ্গলবার হবে আতসবাজী সহকারে প্রতিমা নিরঞ্জন পর্ব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোতেই মেতে ওঠেন এই গ্রামের মানুষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল