বর্তমানে এই স্কুলে তিনজন শিক্ষক আছে, বর্তমানে স্কুলের ছাত্র ও ছাত্রীর সংখ্যা ৯৩ পড়ুয়া। কিন্তু স্কুল ছুটির আগেই প্রধান শিক্ষক সংশোধন কুন্ডু স্কুলের তালা বন্ধ করে বাড়ি চলে যান। বারবার শিক্ষা দফতর থেকে অবগত করেও কোন কাজ হয়নি বলে অভিযোগ।
আরও পড়ুনঃ নদীয়ায় উদ্ধার হওয়া কুমিরটি ছাড়া হল ফরাক্কার গঙ্গায়
advertisement
এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে স্কুলে সটান হানা দিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক । তিনি জানান, আমরা স্কুলে এসে দেখছি স্কুলে তালা বন্ধ হয়ে আছে। স্কুলে ঠিক মতো পঠন পাঠন দেওয়া হয়না। আমরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে বিষয়টি জানাচ্ছি যাতে অবিলম্বে পড়ুয়াদের কথা মাথায় রেখে ঠিক মতো স্কুল পরিচালনা করা হোক।
আরও পড়ুনঃ এমভিআই কর্মীদের গাড়িতে ধাক্কা বেপরোয়া লরির! গুরুতর জখম ৫ কর্মী
মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিষ মার্জিত জানান, ছাত্র ও ছাত্রীদের কথা মাথায় রেখে স্কুল করা উচিত শিক্ষকদের। কিন্তু এই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে।
KOUSHIK ADHIKARY