আরও পড়ুন: ৭ দিন পর শিক্ষক দিবস পালন! কারণ জানলে অবাক হবেন
পাটকে সোনালী তন্তু বলা হলেও এই বছর পাট চাষ করে ক্ষতির মুখে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের চাষিরা। সঠিক সময়ে বর্ষা না হওয়ার কারণেই এই ক্ষতি হয়েছে। বৃষ্টির অভাবে জল কিনতে হাওয়ায় বেড়েছে খরচ। অন্যান্য বছরের থেকে এবার পাট চাষে খরচ অনেকটাই বেশি হচ্ছে কৃষকদের। বিঘা পিছু প্রায় ১৩ থেকে ১৫ হাজার টাকা খরচ করতে হচ্ছে। চাষিদের কথায়, জমি চাষে প্রথম পর্যায়ে সেচের খরচ হয়েছে ১৭০০ থেকে ২০০০ হাজার টাকা। বীজ ও সার কিনতে খরচ ১২০০ থেকে ১৫০০ টাকা। দ্বিতীয় সেচ ও নিড়ানির খরচ হয়েছে ১৫০০ থেকে ২০০০ টাকা। পাট কাটার খরচ ৩০০০ থেকে ৩২০০ টাকা। জাগ দেওয়ার খরচ ১২০০ থেকে ১৫০০ টাকা। পাশাপাশি, পাট ছাড়ানোর খরচ ৩০০০ থেকে ৩৫০০ টাকা। এছাড়াও বাড়তি জলের খরচ ৫০০ টাকা। ফলে এবছর পাট চাষে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ১৩ হাজার থেকে ১৫ হাজার টাকা। এই পরিস্থিতিতে ঋণ নিয়ে চাষ করে বিপদে পড়েছেন চাষিরা।
advertisement
একে চলতি বছর দেরিতে বর্ষা ঢুকেছে তার উপর বৃষ্টিপাত পর্যাপ্ত নয়। এই কারণে জমিতে পাট উৎপাদনও কম হয়েছে। বিঘা প্রতি তিন থেকে চার কুইন্টাল পাট চাষ হয়েছে। পাটের গুণগত মানও ভাল নয়। ফলে বিক্রি করতে গিয়ে কম দাম পাচ্ছেন চাষিরা। আর তাতে একটা বিষয় পরিষ্কার চাষের খরচ ওঠাটাই সম্ভব নয়। এই পরিস্থিতিতে কী করবেন ভেবে পাচ্ছেন না অসহায় কৃষকরা।
কৌশিক অধিকারী