আরও পড়ুন: নাওয়া-খাওয়ার সময় নেই, উমাকে সাজিয়ে তুলতে ব্যস্ত গয়নাপাড়ার শিল্পীরা
মুর্শিদাবাদ জেলার লালগোলা থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস ওরফে জোজো কুমার ৮১ দিনের সাইকেল যাত্রা শেষ করে ফিরেছেন ঘরে। মূলত সাধারণ মানুষের কাছে সাইকেল চালানোর বার্তা এবং সাইকেল চালালে মন ও শরীর সুস্থ থাকে। এছাড়াও বৃক্ষরোপণ, রক্তদান এবং প্লাস্টিক মুক্ত, দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দিয়ে সাইকেলে করে মুর্শিদাবাদ থেকে নদিয়া, কলকাতা, বর্ধমান হয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ঘুরে ১৫ অগস্ট দিল্লি পৌঁছন।
advertisement
স্বাধীনতা দিবসের দিনটা দেশের রাজধানীতে কাটিয়ে হরিয়ানা, উত্তরাখণ্ড হয়ে উত্তরপ্রদেশ বিহারের পথ ঘুরে সাইকেলে করে যাত্রাপথ শেষ করে ৮১ দিনের মাথায় লালগোলায় বাড়িতে ফেরেন। এই অভিজ্ঞতা প্রসঙ্গে জোজো কুমার জানান, বিস্ময়কর যাত্রা ছিল। তাঁর বিপুল অভিজ্ঞতা এই যাত্রার মাধ্যমে হয়েছে তাও জানান। স্বপ্নপূরণ হওয়ায় তিনি খুশি।
কৌশিক অধিকারী