মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়া পঞ্চায়েতের বাতুর ময়দানে এই জলস্বপ্ন প্রকল্পটি গড়ে উঠবে। এর জন্য রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর খরচ করবে ১ কোটি ৯ লক্ষ ৯৬ হাজার টাকা। এই প্রকল্পের শিল্যানাস অনুষ্ঠানে স্থানীয় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সামশের আলি মোমিন, বালিয়া পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই প্রকল্প গড়ে উঠলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন।
advertisement
আরও পড়ুন: রাস্তায় বেরোলেই দুর্ঘটনা ঘটছে, স্পিডব্রেকারের দাবিতে পথ অবরোধ
খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত জানিয়েছেন, খুবই শীঘ্রই এই জলস্বপ্ন প্রকল্প গড়ার কাজ শুরু হবে। আগামী কয়েক মাসের মধ্যেই যাবতীয় কাজ শেষ হয়ে যাবে বলে তিনি দাবি করেন। এলাকার মানুষ সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে এই প্রকল্পের মাধ্যমে পানীয় জল পাবেন বলে জানান বিধায়ক। এর ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের জল কষ্টের স্থায়ী সমাধান হবে বলে মনে করা হচ্ছে।
কৌশিক অধিকারী