মূলত বছরের প্রত্যেকদিনই নিত্য সেবার মাধ্যমে পুজো অর্চনা হয়, এই আশ্রমে পরমহংসদেব রামকৃষ্ণ দেব ও সারদা মা সহ বিবেকানন্দের। তবে জগদ্ধাত্রী পুজোর এই চারটি দিন যেন এই আশ্রম সেজে ওঠে নিত্যনতুন লোকে। আশেপাশে গ্রামের আট থেকে আশি সকল মানুষ অপেক্ষায় থাকে এই আশ্রমে চার দিনের জগদ্ধাত্রী পুজোর জন্য। পুজোকে মনে রেখে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বসে মেলা। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। যা চলে চার দিন ধরে। পাশাপাশি সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকে খাওয়া-দাওয়া।
advertisement
আরও পড়ুনঃ একটা দুটো নয়! এই গ্রামে হয় ২৯ টি জগদ্ধাত্রী পুজো! জানুন বিশদে
এই পুজোর মূল উদ্যোক্তা গ্রামেরই বাসিন্দা বিশ্বরূপ ঘোষ জানান, ছোট্ট একটি পরিবার থেকে প্রথমে রামকৃষ্ণ ভাবধারা আয়োজন করা হয়েছিল গ্রামে। তারপর থেকেই কেটে গেছে বহু বছর একটু একটু করে তৈরি হয়েছে আশ্রম। বেলুড় মঠের মেয়ে এখানে রামকৃষ্ণের আশ্রমের মতে ১৭ বছর আগে জগদ্ধাত্রী পুজোর দিনেই সূচনা হয়েছিল এই আশ্রমে। তাই সেই থেকেই জগদ্ধাত্রী পূজার এই চারটি দিন আশ্রমে ফুটে ওঠে উৎসবের আমেজ দূরদূরান্ত থেকে ভক্তরা এই আশ্রমে আসেন।
Koushik Adhikary