TRENDING:

Murshidabad News: নাগাড়ে বৃষ্টিতে শুকোচ্ছে না প্রতিমা, কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের

Last Updated:

আশ্বিন মাসে টানা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন মুর্শিদাবাদের মৃৎশিল্পীরা। প্রতিমা না শুকোনোয় মাথায় হাত তাঁদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: আশ্বিন মাসে বৃষ্টির ঝড়ো ব্যাটিংয়ে কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের। দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। আর সপ্তাহখানেক পর থেকেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে যেতে শুরু করবে। কিন্তু টানা বৃষ্টির জেরে কাজ করাই দায় হয়ে দাঁড়িয়েছে মৃৎশিল্পীদের। বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার জন্য প্রতিমার মাটিই শুকোচ্ছে না। এই অবস্থায় কী করবেন ভেবে পাচ্ছেন না কুমোড়রা।
advertisement

আরও পড়ুন: তমলুকে হয়ে গেল আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতা

একনাগাড়ে বৃষ্টির জন্য ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হচ্ছে প্রতিমা। এদিকে বড় বড় স্ট্যান্ড ফ্যান চালিয়ে কৃত্রিম উপায়ে প্রতিমার মাটির শুকনোর কাজ চলছে। এর ফলে ঠাকুর তৈরির খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এমনিতেই মাটি, বাঁশ সহ প্রতিমা তৈরির অন্যান্য উপকরণের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় প্রতিমা শিল্পীদের খরচ বিপুলভাবে বেড়েছে। সেই অনুপাতে প্রতিমার দাম বাড়েনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পাখা চালিয়ে প্রতিমা শুকোতে হওয়ায় শেষ পর্যন্ত লাভের মুখ দেখা যাবে কিনা তা নিয়েই সংশয়ে মুর্শিদাবাদের মৃৎশিল্পীরা।

advertisement

View More

রাজ্যের অন্যতম কৃষি প্রধান জেলা মুর্শিদাবাদের কৃষকদের একাংশ এই টানা বৃষ্টিতে খুশি হলেও বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা। করোনার পর ধীরে ধীরে পুজোর বাজার ভাল হচ্ছিল। কিন্তু এবার আবহাওয়ার এই খামখেয়ালিপনায় শেষ পর্যন্ত কী হবে বুঝে উঠতে পারছেন না মৃৎশিল্পীরা। বিশেষ করে সময়ের মধ্যে প্রতিমা মণ্ডপে পৌঁছবে কিনা তা নিয়েই রীতিমতো সংশয় দেখা দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নাগাড়ে বৃষ্টিতে শুকোচ্ছে না প্রতিমা, কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল